Monday, December 23, 2024
Home আরববিশ্ব গাজায় ত্রাণ পাঠাতে অস্থায়ী বন্দর নির্মাণ করবে যুক্তরাষ্ট্র

গাজায় ত্রাণ পাঠাতে অস্থায়ী বন্দর নির্মাণ করবে যুক্তরাষ্ট্র

by Md Nayem
0 comment
গাজায় ত্রাণ পাঠাতে অস্থায়ী বন্দর নির্মাণ করবে যুক্তরাষ্ট্র

আরববিশ্ব ডেস্ক।।

সমুদ্রপথে আরও ত্রাণ সহায়তা পাঠাতে গাজার উপকূলে অস্থায়ী বন্দর নির্মাণের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। 

গতকাল স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এই ঘোষণা দেন। মার্কিন সামরিক বাহিনীকে গাজায় বন্দর নির্মাণের নির্দেশ দিয়েছেন তিনি। জাহাজ থেকে উপকূলে ত্রাণ পাঠানোর জন্য একটি অস্থায়ী সেতুও নির্মাণ করা হবে। 

ভূমধ্যসাগরীয় উপকূলটিতে বন্দর তৈরি করতে কয়েক সপ্তাহ সময় লাগবে। তবে বন্দরটি তৈরি হলে গাজায় প্রতিদিন কয়েকশ ত্রাণভর্তি ট্রাক পাঠানো সম্ভব হবে। 

এর মাঝে যুক্তরাষ্ট্র গাজায় যুদ্ধবিরতির জন্যও সর্বাত্মক চেষ্টা করবে বলে জানিয়েছেন বাইডেন। 

যদিও প্রাথমিকভাবে কারা এই বন্দরটি নির্মাণ করবে তার কোনও স্পষ্ট নির্দেশনা দেননি জো বাইডেন। 

গাজায় কোন সমুদ্র বন্দর না থাকায় সেখানে ত্রাণ পাঠাতে হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্র। অথচ গাজার নিরীহ ফিলিস্তিনিদের সাহায্যে বাইডেন প্রশাসনের ওপর অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপ বাড়ছে। ফলে বন্দরে নির্মাণের এই পরিকল্পনা করা হয়েছে।  

বন্দর নির্মাণের ফলে গাজায় মানবিক সহায়তা প্রবেশের পরিমাণ বাড়বে। জাহাজগুলোতে খাদ্য, পানি, ওষুধ থাকবে। আর অস্থায়ীভাবে সেখানে আশ্রয়ও নেয়া যাবে।। তবে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী সেগুলো পরীক্ষা করে পরে গাজায় পাঠানোর অনুমতি দেবে।

এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় বিমান থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে অন্তত পাঁচজন গাজাবাসীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার আল শাতি শরণার্থী ক্যাম্পে  ত্রাণ ফেলে যুক্তরাষ্ট্র। তখন সেই শরণার্থীর প্লাস্টিকের তাবুর উপরে বড় বড় কন্টেইনার ফালায়। যার ফলে নিহতের ঘটনা ঘটে। ও কমপক্ষে আরও ১০ জন আহত হয়েছেন।

আর এই ঘটনার পরদিনই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ত্রাণ সহায়তা পাঠানোর সুবিধায় গাজায় উপকূলে অস্থায়ী বন্দর নির্মাণের ঘোষণা দিলেন। 

আরও পড়ুন: যুদ্ধবিরতির চুক্তি ছাড়াই মিসর ছাড়ল হামাসের প্রতিনিধিরা

You may also like

Leave a Comment

হচ্ছেটা কী? একটি নিউজ ওয়েবসাইট এখানে আন্তর্জাতিক এবং দেশীয় সকল আপডেট নিউজগুলো নিয়মিত পাবলিশ করা হয় |

সর্বশেষ খবর

জনপ্রিয় খবর

হচ্ছেটাকী?
হচ্ছেটাকী?