Monday, December 23, 2024
Home আরববিশ্ব গাজায় প্রথমবার বড় ত্রাণ বোঝাই জাহাজ পাঠাল তুরস্কের এরদোয়ান সরকার

গাজায় প্রথমবার বড় ত্রাণ বোঝাই জাহাজ পাঠাল তুরস্কের এরদোয়ান সরকার

by Md Nayem
0 comment
গাজায় প্রথমবার বড় ত্রাণ বোঝাই জাহাজ পাঠাল তুরস্কের এরদোয়ান সরকার

আরববিশ্ব ডেস্ক।।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সাধারণ মানুষের নিজেদের সবচেয়ে বড় ত্রাণবাহী জাহাজ পাঠিয়েছে তুরস্কের সরকারি রেড ক্রিসেন্ট। 

ত্রাণবাহী জাহাজটি বন্দর ছেড়ে যাবার আগে তুরস্কের রেড ক্রিসেন্টের প্রেসিডেন্ট ফাতমা মেরিক বলেছেন, “এই প্রথম আমরা গাহার জন্য সবচেয়ে বড় ত্রাণবাহী জাহাজ পাঠাচ্ছি। এতে রয়েছে কনটেইনার কিচেন, খাবার, কাপড় এবং ওষুধ। গাজার সাধারণ মানুষের মানসিক শক্তি বৃদ্ধির জন্য বড় নিয়ামক হবে এসব সহায়তা।” 

গাজার জন্য এখন পর্যন্ত সাতটি জাহাজ পাঠিয়েছে তুরস্ক। সেগুলোর মধ্যে এটি সবচেয়ে বড়। গতকাল বৃহস্পতিবার জাহাজটি মিসরের আল-আরিশ বন্দরের উদ্দেশ্যে ছেড়ে যায়। সেখান থেকে এসব সহায়তা পণ্য ট্রাকে করে গাজায় নিয়ে যাওয়া হবে। জাহাজের পাশপাশি তুরস্ক গাজাবাসীর জন্য ১২টি বিমান বোঝাই ত্রাণ পাঠিয়েছে।

গাজায় ইসরায়েলের বর্বর হামলা ও অবরুদ্ধের কারণে খাদ্য সংকটে পড়েছেন গাজার মানুষ। আন্তর্জাতিক সংস্থাগুলো কয়েকদিন ধরে হুঁশিয়ারি দিচ্ছে, যদি গাজায় ত্রাণ পৌঁছাতে না দেওয়া হয় তাহলে সেখানকার মানুষ দুর্ভিক্ষের মুখে পড়বেন।  

এখন পর্যন্ত গাজায় অনাহারে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নিরবেও অনেক মানুষের প্রাণ যাচ্ছে। এখনই যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে পরিস্থিতি দিন দিন আরও খারাপ হবে হবলে জানিয়েছে জাতিসংঘ।

আরও পড়ুন: জাহাজে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৩ জন পশ্চিমা ক্র 

You may also like

Leave a Comment

হচ্ছেটা কী? একটি নিউজ ওয়েবসাইট এখানে আন্তর্জাতিক এবং দেশীয় সকল আপডেট নিউজগুলো নিয়মিত পাবলিশ করা হয় |

সর্বশেষ খবর

জনপ্রিয় খবর

হচ্ছেটাকী?
হচ্ছেটাকী?