Monday, December 23, 2024
Home আন্তর্জাতিক গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে ফিলিস্তিন ও ইতালির প্রধানমন্ত্রীর বৈঠক

গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে ফিলিস্তিন ও ইতালির প্রধানমন্ত্রীর বৈঠক

by Hocchetaki
0 comment

গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন ও মানবিক পরিস্থিতি নিয়ে রোমে বৈঠক করেছেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তাফা এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। বৈঠকে গাজায় সাত মাস ধরে চলা ইসরায়েলি সহিংসতায় যে মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে সে সম্পর্কে মেলোনিকে অবহিত করেছেন মুস্তাফা। 

এছাড়াও পশ্চিম তীরে ইসরায়েলের আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং অবৈধ বসতি স্থাপনকারীদের সহিংসতার বিষয়গুলো আলোচনায় উঠে আসে। এসময় মুস্তাফা বলেন, “এখন আমাদের মূল লক্ষ্য হলো গাজায় চলমান গণহত্যা বন্ধ করে, মানবিক বিপর্যয় দূর করা। যেন সেখানকার মানুষ প্রয়োজনীয় সেবাগুলো পেতে পারে। এছাড়াও আমাদের আটকে থাকা তহবিলগুলো পুনরুদ্ধারে কাজ করতে হবে।”

বৈঠকে ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মুস্তাফা, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার জন্য ইতালির প্রতি আহবান জানান। 

বৈঠকের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক বিবৃতিতে মেলোনি ফিলিস্তিনকে টেকসই যুদ্ধবিরতির সকল প্রচেষ্টায় সমর্থন জানানোর প্রত্যয় জানিয়েছেন। তিনি জানান, গাজায় আরো মানবিক সাহায্য পাঠানোর জন্য কাজ করবে ইতালি। এছাড়াও দুই-রাষ্ট্র সমাধানের ভিত্তিতে একটি স্থায়ী শান্তি প্রক্রিয়া শুরু করার উপর গুরুত্বারোপ করেন মেলোনি।

গত সপ্তাহে ইউরোপের দেশ স্পেন, নরওয়ে এবং আয়ারল্যান্ড ঘোষণা করে, আগামী ২৮ মে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিবে তারা।

Source: https://www.middleeastmonitor.com/20240525-palestinian-and-italian-prime-ministers-discuss-efforts-for-cease-fire-in-gaza/ 

You may also like

Leave a Comment

হচ্ছেটা কী? একটি নিউজ ওয়েবসাইট এখানে আন্তর্জাতিক এবং দেশীয় সকল আপডেট নিউজগুলো নিয়মিত পাবলিশ করা হয় |

সর্বশেষ খবর

জনপ্রিয় খবর

হচ্ছেটাকী?
হচ্ছেটাকী?