Monday, December 23, 2024
Home আরববিশ্ব গাজার হাসপাতালে ভয়াবহ ইসরাইলি হামলায় মারা গেছে পাঁচ জন অন্যদিকে নিখোঁজ প্রায় ২১০০০ শিশু

গাজার হাসপাতালে ভয়াবহ ইসরাইলি হামলায় মারা গেছে পাঁচ জন অন্যদিকে নিখোঁজ প্রায় ২১০০০ শিশু

by Hocchetaki
0 comment
গাজার হাসপাতালে ভয়াবহ ইসরাইলি হামলায় মারা গেছে পাঁচ জন অন্যদিকে নিখোঁজ প্রায় ২১০০০ শিশু

ইসরাইল গাজার একটি হাসপাতালে ভয়াবহ বোমা হামলা চালিয়েছে। এতে নিহত হয়েছেন গাজার এম্বুলেন্স ও জরুরি বিভাগের প্রধান হানি আল জাফারাবি (Hani al-Jaafarawi) সহ অন্তত পাঁচ জন। আল আকসা হাসপাতালের জরুরি বিভাগের প্রধান ইয়াদ জাকৌট (Eyad Zaqout) এপ্রসঙ্গে বলেন হানি আল জাফারাবিকে হত্যার মধ্য দিয়ে ইসরাইল গাজার ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থার আরো একটি ভিত্তি ধ্বংস করেছে। এটা পরিষ্কার যে ইসরাইল গাজার স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস করতে চেষ্টা করছে। 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গাজা উপত্যকায় ইসরাইলি আগ্রাসন বন্ধে ও গাজার স্বাস্থ্য ব্যবস্থাকে বাঁচাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দাবি তুলেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আরও বলা হয় যে অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে ইসরাইলি হামলায় এখন প্রযন্ত অন্তত ৫০০ স্বাস্থ্য কর্মী নিহত হয়েছে এবং আরও ৩১০ জন গ্রেপ্তারের শিকার হয়েছেন। 

গাজা জুড়ে এখনও ইসরাইলি বর্বর হামলা চলমান রয়েছে। খান ইউনিসে ত্রাণ সংগ্রহের সময় গতকাল অন্তত আরও সাত জন নিহত হয়েছেন। এখন প্রযন্ত গাজায় মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৩৭৬২৬ জনে। 

অন্যদিকে সেইভ দা চিলড্রেন জানিয়েছে যুদ্ধ শুরুর পর থেকে এপর্যন্ত ২১০০০ শিশু নিখোঁজ হয়েছে। ধারণা করা হচ্ছে প্রায় ১৭০০০ শিশু তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে একাকী জীবন যাপন করছে। এছাড়াও প্রায় ৪০০০ শিশু ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বলে জানানো হয়। 

Source: https://www.aljazeera.com/news/2024/6/24/israel-air-raid-on-gaza-clinic-kills-senior-palestinian-health-official

You may also like

Leave a Comment

হচ্ছেটা কী? একটি নিউজ ওয়েবসাইট এখানে আন্তর্জাতিক এবং দেশীয় সকল আপডেট নিউজগুলো নিয়মিত পাবলিশ করা হয় |

সর্বশেষ খবর

জনপ্রিয় খবর

হচ্ছেটাকী?
হচ্ছেটাকী?