Sunday, December 22, 2024
Home আরববিশ্ব গাজা সংকট নিয়ে তুরস্কের উদ্বেগ; অন্যদিকে তীব্র সমালোচনার মুখে বাইডেন

গাজা সংকট নিয়ে তুরস্কের উদ্বেগ; অন্যদিকে তীব্র সমালোচনার মুখে বাইডেন

by Hocchetaki
0 comment
গাজা সংকট নিয়ে তুরস্কের উদ্বেগ; অন্যদিকে তীব্র সমালোচনার মুখে বাইডেন

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রী হাকান ফিদান হামাসের রাজনৈক প্রধান ইসমাইল হানিয়ার সাথে গাজার সামগ্রিক পরিস্থিতি নিয়ে ফোনালাপ করেছেন। এসময় তারা গাজায় ইসরাইলের বর্বরতা ও মানবিক সংকট নিয়ে আলোচনা করেন । 

হামাস প্রধান ও তুরস্কের পররাষ্ট্র মন্ত্রী গাজায় খাদ্য ও পানি সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বিশেষভাবে উত্তর গাজায় তীব্র খাদ্য সংকট ও বিভিন্ন রোগের তীব্রতা প্রকর আকার ধারন করেছে। 

এসময় তারা গাজায় জরুরি ভিত্তিতে যুদ্ধ বিরতি কার্যকরের বিষয়ে আলোচনা করেন। 

গত বছর গাজা ইসরাইল যুদ্ধ শুরুর পর থেকেই তুরস্ক বিভিন্নভাবে গাজাবাসীদের পাশে থাকার চেষ্টা অব্যাহত রেখেছে। 

গত মঙ্গলবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোগান বলেন গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধ না হলে তেল আবিবের বিষয়ে তুরস্কের দৃষ্টিভঙ্গির কোনো পরিবর্তন হবে না। 

গত সপ্তাহে এরদোগান ন্যাটো সম্মেলনে ইসরাইলের বর্বরতার তীব্র নিন্দা জানান। তিনি অন্যন্য দেশকে ইসরাইলের উপর আরও চাপ প্রয়োগ করতে আহ্বান জানান। যাতে ইসরাইল যুদ্ধ বিরতি কার্যকর করতে বাধ্য হয়। 

অন্যদিকে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন নিজেকে ফিলিস্তিনের সমর্থনকারী দাবি করায় তীব্র সমালোচনার মুখোমুখি হয়েছেন। 

বাইডেন বলেন তিনি অন্য যে কারো থেকে গাজার জনগণের জন্য বেশি কিছু করেছেন। তিনি বলেন আমিই সে যেকিনা গাজাবাসীর জন্য মিশরের বর্ডার খুলে দিয়েছে। আমিই সে ব্যক্তি যে আরব দেশ গুলকে একত্র করেছে যাতে তারা গাজায় খাদ্য সহায়তা পাঠায়। তিনি নিজেকে ফিলিস্তিনের সমর্থনকারী হিসেবে দাবি করেন। 

তার এ দাবি চারদিকে ব্যাপক সমালোচনা ও হাস্যরসের সৃষ্টি করেছে। কেনোনা ইসরাইলের প্রতিটা হামলায় আমেরিকার অস্ত্র ব্যবহার করা হয়। আমেরিকা সবসময়ই ইসরাইলকে একতরফা সমর্থন দিয়ে আসছে। 

Source: 

  1. https://www.trtworld.com/turkiye/turkiyes-fidan-discusses-gaza-crisis-ceasefire-negotiations-with-haniyeh-18184543
  2. https://www.aljazeera.com/news/2024/7/17/biden-faces-ridicule-for-saying-hes-been-very-supportive-of-palestinians

You may also like

Leave a Comment

হচ্ছেটা কী? একটি নিউজ ওয়েবসাইট এখানে আন্তর্জাতিক এবং দেশীয় সকল আপডেট নিউজগুলো নিয়মিত পাবলিশ করা হয় |

সর্বশেষ খবর

জনপ্রিয় খবর

হচ্ছেটাকী?
হচ্ছেটাকী?