Monday, December 23, 2024
Home ইউরোপ চাঁদে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করতে চায় চীন ও রাশিয়া

চাঁদে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করতে চায় চীন ও রাশিয়া

by Md Nayem
0 comment
চাঁদে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করতে চায় চীন ও রাশিয়া

ইউরোপ ডেস্ক।।

চাঁদে পারমাণবিক বিদ্যুতের একটি ইউনিট স্থাপনের কথা বিবেচনা করছে চীন ও রাশিয়া। ২০৩৩-৩৫ সালের মধ্যে একটি প্রকৌশলী ইউনিট পাঠানো হতে পারে। গতকাল মঙ্গলবার রাশিয়ার মহাকাশ সংস্থা রসকসমস প্রধান ইউরি বরিসভ এ তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল বরিসভ বলেছেন, চীনা সহকর্মীদের সঙ্গে  যৌথভাবে মহাকাশভিত্তিক প্রোজেক্টগুলোকে আমরা গুরুত্ব দিয়ে বিবেচনা করছি। এরই ধারাবাহিকতায় আমরা সিদ্ধান্ত নিয়েছি ২০৩৩-২০৩৫ সালের মধ্যে চন্দ্রপৃষ্ঠে একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পাঠাবো ও যৌথভাবে স্থাপন করবো। এই মিশনটি তেজস্ক্রিয়তা নিরাপত্তার কথা বিবেচনা করে স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করা হবে। 

এমন বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য প্রয়োজনীয় কারিগরি প্রয়োজনীয়তার সমস্যাগুলো বাস্তবিকভাবে সমাধান করা হয়েছে বলেও জানান বরিসভ। 

রাশিয়া ও চীন মহাকাশের নিরাপত্তা ও কৃত্রিম বুদ্ধিমত্তার অস্ত্র তৈরি নিয়ে আলোচনা করছে বলে নিশ্চিত করার কয়েক সপ্তাহ পর এ তথ্য দিলেন বরিসভ। 

সেই আলোচনা চলার সময়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, মস্কো ও বেইজিংয়ের কর্মকর্তারা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তির ব্যবহার নিয়ে একটি বিস্তারিত পর্যালোচনা করেছেন। চীন ও রাশিয়ার উদ্যোগের বিষয়ে একটি নীতিগত নির্দেশিকা নিয়েও আলোচনা হয়েছে। যার মাধ্যমে রাশিয়া ও চীন সামনের দিনগুলোতে অসাধারণ ও গুরুত্বপূর্ণ সব প্রোজেক্ট শেষ করবে। 

আরও পড়ুন: গর্ভপাতকে সাংবিধানিক অধিকার দিলো ফ্রান্স

You may also like

Leave a Comment

হচ্ছেটা কী? একটি নিউজ ওয়েবসাইট এখানে আন্তর্জাতিক এবং দেশীয় সকল আপডেট নিউজগুলো নিয়মিত পাবলিশ করা হয় |

সর্বশেষ খবর

জনপ্রিয় খবর

হচ্ছেটাকী?
হচ্ছেটাকী?