Monday, December 23, 2024
Home আন্তর্জাতিক চাঁদের অন্ধকার পাশ থেকে নমুনা সংগ্রহে চীনের ঐতিহাসিক মহাকাশ অভিযান

চাঁদের অন্ধকার পাশ থেকে নমুনা সংগ্রহে চীনের ঐতিহাসিক মহাকাশ অভিযান

by Md Nayem
0 comment
চাঁদের অন্ধকার পাশ থেকে নমুনা সংগ্রহে চীনের ঐতিহাসিক মহাকাশ অভিযান

চাঁদের অপরিচিত অঞ্চল যা পৃথিবী থেকে কখনো দেখা যায় না, সেখান থেকে পাথর ও মাটির নমুনা সংগ্রহের উদ্দেশ্যে শুক্রবার একটি মহাকাশ অভিযান শুরু করল চীন। চীনের সর্ববৃহৎ রকেট লং মার্চ-৫ স্থানীয় সময় সকাল ৫:২৭ মিনিটে হাইনান দ্বীপের ওয়েনচ্যাং স্পেস লঞ্চ সেন্টার থেকে ৮ টনেরও বেশি ওজনের চ্যাং-৬ মহাকাশযানটি উৎক্ষেপণ করে।

চ্যাং-৬ মহাকাশযানটি চাঁদের পিছনের অংশে অবস্থিত দক্ষিণ মেরু-এইটকেন অববাহিকায় অবতরণ করবে। সেখান থেকে পাথর ও মাটির নমুনা সংগ্রহ করে পৃথিবীতে ফিরিয়ে আনা হবে মহাকাশ যানটিকে। এই উৎক্ষেপণ চীনের চন্দ্র ও মহাকাশ অভিযান কর্মসূচির আরেকটি গুরুত্বপূর্ণ সংযোজন বলছেন বিজ্ঞানীরা।

২০১৮ সালে চ্যাং-৪ মিশনের মাধ্যমে চীন প্রথমবারের মতো চাঁদের অন্ধকার পাশে অবতরণ করতে সক্ষম হয়েছিল। ২০২০ সালে চ্যাং-৫ মিশনের মাধ্যমে ৪৪ বছর পর প্রথমবারের মতো চাঁদের নমুনা পৃথিবীতে আনা হয়। আর চ্যাং-৬ মিশনটি সফল হলে, চীন চাঁদের ‘অদৃশ্য’ অংশ থেকে নমুনা সংগ্রহকারী প্রথম দেশ হিসেবে ইতিহাস গড়বে।

চ্যাং-৬ চীনের চলতি দশকে পরিকল্পিত তিনটি উচ্চ-ঝুঁকিপূর্ণ চন্দ্র অভিযানের প্রথম অভিযান। এর উত্তরসূরি চ্যাং-৭ চাঁদের দক্ষিণ মেরুতে পানির সন্ধান করবে। আর চ্যাং-৮ পরিকল্পিত আন্তর্জাতিক চন্দ্র গবেষণা স্টেশন (আইএলআরএস) নির্মাণের কারিগরি সম্ভাব্যতা যাচাই করার চেষ্টা করবে। বেইজিং জানিয়েছে, ২০৩০ সালের মধ্যে এই স্টেশনের একটি ‘বেসিক মডেল’ নির্মাণ করা হবে।

You may also like

Leave a Comment

হচ্ছেটা কী? একটি নিউজ ওয়েবসাইট এখানে আন্তর্জাতিক এবং দেশীয় সকল আপডেট নিউজগুলো নিয়মিত পাবলিশ করা হয় |

সর্বশেষ খবর

জনপ্রিয় খবর

হচ্ছেটাকী?
হচ্ছেটাকী?