Monday, December 23, 2024
Home ইউরোপ চার ইউরোপীয় দেশের সাথে ভারতের ১০০ বিলিয়ন ডলারের বাণিজ্য চুক্তি

চার ইউরোপীয় দেশের সাথে ভারতের ১০০ বিলিয়ন ডলারের বাণিজ্য চুক্তি

by Md Nayem
0 comment
চার ইউরোপীয় দেশের সাথে ভারতের ১০০ বিলিয়ন ডলারের বাণিজ্য চুক্তি

ভারত ডেস্ক।।

ইউরোপীয় ইউনিয়নের মধ্যে না থাকা চারটি ইউরোপীয় দেশের সঙ্গে ভারত একটি মুক্ত বাণিজ্য চুক্তিস্বাক্ষর করেছে। ইউরোপিয়ান ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশন বা ইএফটিএ-এর সঙ্গে চুক্তির ফলে ভারতে ১০০ কোটি ডলার বিনিয়োগ হবে বলে জানিয়েছে ভারতীয় বাণিজ্যমন্ত্রী।

নরওয়ে, সুইজারল্যান্ড, আইসল্যান্ড ও লিচেনস্টাইন নিয়ে ইএফটিএ গঠিত। 

গত দুই বছর ধরে মুক্ত বাণিজ্য চুক্তি করার জন্য আলোচনা করে আসছে ভারত ও যুক্তরাজ্য। এর মধ্যেই ইএফটিএ-এর সঙ্গে এই চুক্তি সম্পন্ন করলো নয়া দিল্লি।

প্রায় ১৬ বছর আলোচনার পর চুক্তিটি স্বাক্ষর হলো। চুক্তির আওতায় চারটি দেশের পণ্যের ওপর বেশিরভাগ আমদানি শুল্ক প্রত্যাহার করবে। বিনিময়ে আগামী ১৫ বছর ভারতে বিনিয়োগ করবে দেশগুলো। 

তবে প্রথম ধাপে ওষুধ, যন্ত্রপাতি ও উৎপাদনসহ বিভিন্ন খাতে এই বিনিয়োগ হবে বলে প্রত্যাশা করছে ভারত। চুক্তিটি কার্যকরের আগে ভারত ও চারটি ইউরোপীয় দেশকে চুক্তিটিতে অনুস্বাক্ষর করতে হবে। সুইজার‍ল্যান্ড আগামী বছর তা করার পরিকল্পনা করছে।

আরও পড়ুন: ভারতীয়দের কাছে মাথা নত করলেন মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট নাশিদ

You may also like

Leave a Comment

হচ্ছেটা কী? একটি নিউজ ওয়েবসাইট এখানে আন্তর্জাতিক এবং দেশীয় সকল আপডেট নিউজগুলো নিয়মিত পাবলিশ করা হয় |

সর্বশেষ খবর

জনপ্রিয় খবর

হচ্ছেটাকী?
হচ্ছেটাকী?