চিলির ভিনা দেল মার শহরে গত ফেব্রুয়ারিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩০ জনের মৃত্যু হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে একজন দমকল কর্মী ও একজন বন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তদন্তকারীদের দাবি অভিযুক্ত বন কর্মকর্তা অগ্নিকাণ্ডের মূল পরিকল্পনাকারী। তদন্ত শেষে দমকল কর্মী ও বন কর্মকর্তাকে গ্রেফতারের জন্য গ্রেফতারি পরোয়ানা জারি করে দেশটির আদালত। গত শনিবার দেশটির পুলিশ এক সংবাদ সম্মেলনে সন্দেহভাজন দুজনকে গ্রেপ্তারের সংবাদ নিশ্চিত করেন।
অভিযুক্ত ২২ বছর বয়সী দমকল কর্মী, মাত্র দেড় বছর আগে দমকল বাহিনীতে যোগ দেন। এ অগ্নিকাণ্ডের সঙ্গে অন্যান্য এলাকার অগ্নিকান্ডের ঘটনার কোনো যোগসূত্র আছে কি না, তা নিয়ে তদন্ত এখনও চলমান।
গত ২ ফেব্রুয়ারি চিলির উপকূলবর্তী ভিনা দেল মার শহরে একসঙ্গে বেশ কয়েকটি স্থানে আগুনের সূত্রপাত হয়। বাতাস ও তাপপ্রবাহের কারণে ওই আগুন স্বাভাবিকের চেয়ে বেশি বেগে ছড়িয়ে পড়ে। তদন্তকারীদের দাবি অভিযুক্ত দুইজনই আগুন দ্রুত ছড়ানোর প্রতিকূল পরিস্থিতি সম্পর্কে অবগত ছিলেন এবং তারা সে পরিকল্পনা অনুযায়ী দিয়াশলাই এবং সিগারেট দিয়ে তৈরি বিশেষ ডিভাইস দ্বারা অগ্নিকান্ড ঘটান। যেসব সরঞ্জাম ব্যবহার করে ওই আগুন লাগানো হয়েছিল, সেগুলোও খুঁজে পেয়েছে পুলিশ।