Monday, December 23, 2024
Home জাপান জাপান সাগরে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র

জাপান সাগরে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র

by Mr.Rocky
0 comment
জাপান সাগরে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র

উত্তর কোরিয়া মঙ্গলবার (২ এপ্রিল) একটি মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানিয়েছে। কিম জং উনের সরকার কর্তৃক চলতি বছর নিষিদ্ধ অস্ত্র পরীক্ষার ঘটনাগুলোর মধ্যে সর্বশেষ নিক্ষেপ এটি।

মঙ্গলবারের পরীক্ষাটি ২০২৪ সালে দেশটির তৃতীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা। এর আগে মার্চ মাসে কিম জং উনের উপস্থিতিতে একটি সলিড-ফুয়েল ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়। এছাড়াও চলতি বছরের জানুয়ারি মাসে হাইপারসনিক ওয়ারহেড সম্বলিত আরেকটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম অনুসারে আগামী দুই সপ্তাহের কম সময়ের মধ্যে কিম জং উন একটি “নতুন ধরনের মধ্যম-পাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র” পরীক্ষার পরিকল্পনা করছে। প্রতিবেদনে আরও বলা হয় এ বছর “সুপার লার্জ” রকেট লঞ্চার ও ট্যাঙ্ক মহড়ারও তদারকি করেছেন কিম।

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জাপান সাগরে পিয়ংইয়ং থেকে মঙ্গলবার সকাল ৬:৫৩মিনিটে একটি মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপিত হয়েছে বলে শনাক্ত করেছে। তারা জানিয়েছে ক্ষেপণাস্ত্রটি প্রায় ৬০০ কিলোমিটার উড়ে যাওয়ার পর সমুদ্রে পতিত হয়।

দক্ষিণ কোরিয়া ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের তীব্র নিন্দা করেছে। একে কোরিয়ান উপদ্বীপে শান্তি ও স্থিতিশীলতাকে হুমকি বলে উল্লেখ করেছে দেশটি। এঘটনায় নিবিড়ভাবে নজরদারি বাড়িয়েছে দক্ষিণ কোরিয়া।

Source: https://www.channelnewsasia.com/asia/north-korea-fires-medium-range-ballistic-missile-4235801 

You may also like

Leave a Comment

হচ্ছেটা কী? একটি নিউজ ওয়েবসাইট এখানে আন্তর্জাতিক এবং দেশীয় সকল আপডেট নিউজগুলো নিয়মিত পাবলিশ করা হয় |

সর্বশেষ খবর

জনপ্রিয় খবর

হচ্ছেটাকী?
হচ্ছেটাকী?