জিবুতির উপকূলে একটি জাহাজডুবির ঘটনায় অভিবাসনপ্রত্যাশী ও শরণার্থীদের মধ্যে অন্তত ৩৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আফ্রিকার হর্ন অঞ্চলের দেশ জিবুতির কাছে সোমবার ভোরে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থা, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন জানিয়েছে, মর্মান্তিক এই দুর্ঘটনার সময় জাহাজটিতে প্রায় ৬৬ জন যাত্রী ছিল।
আইওএম জানিয়েছে, জাহাজের নারী, শিশু এমনকি নবজাতকও ছিলেন। দুর্ঘটনাটি জিবুতির উত্তর-পূর্বে গোডোরিয়া উপকূল থেকে প্রায় ২০০ মিটার দূরে ঘটেছে বলে জানায় সংস্থাটি। আইওএম-এর আঞ্চলিক মুখপাত্র ইভন এনডেগে জানিয়েছেন, “আইওএম এবং স্থানীয় কর্তৃপক্ষ ২২ জনকে জীবিত উদ্ধার করেছে।” জিবুতিতে ইথিওপিয়ার দূতাবাস এই দুর্ঘটনার শিকার জাহাজে প্রায় ৬০ জন ইথিওপীয় অভিবাসী ছিল বলে জানিয়েছে।
‘ইস্টার্ন রুট’ নামে পরিচিত এই পথে প্রতি বছর হাজার হাজার আফ্রিকান অভিবাসী লোহিত সাগর পাড়ি দিয়ে যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন হয়ে সৌদি আরবে পৌঁছানোর চেষ্টা করেন। তীব্র দারিদ্রের হাত থেকে তাদের পরিবারকে বাঁচাতে এই বিপজ্জনক পথ পাড়ি দেন তারা।
তথ্য অনুযায়ী, সৌদি আরবে কর্মসংস্থানের জন্য এই পথ পাড়ি দিতে গিয়ে সাম্প্রতিক পাঁচ বছরে অন্তত ১৮৯ ইথিওপীয় নাগরিক জাহাজ দুর্ঘটনার শিকার হয়েছেন। আইওএম-এর জিবুতি অফিসের তথ্য অনুযায়ী, ২০১৪ সাল থেকে ইস্টার্ন রুটে প্রায় ১ হাজার অভিবাসী মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন।