নির্বাচন সম্পর্কিত নতুন আইনকে কেন্দ্র করে ফ্রান্সশাসিত নিউ ক্যালেডোনিয়ায় ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিক্ষোভকালে এরইমধ্যে অন্তত চারজন নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে জরুরি অবস্থা জারি করেছে ফ্রান্স সরকার।
গত তিন দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সহিংসতার কবলে এখন ফ্রান্সের দ্বীপাঞ্চল নিউ ক্যালিডোনিয়া। অঞ্চলটির বাসিন্দাদের ভোটাভুটির নিয়মে পরিবর্তন নিয়ে মঙ্গলবার ফ্রান্সের জাতীয় সংসদে একটি বিল পাশকে কেন্দ্র করে ক্রমেই উত্তাল হয়ে উঠছে পরিস্থিতি।
খবরে বলা হয়েছে, এদিন বিক্ষোভকালে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় তিনজন আদিবাসী এবং একজন পুলিশ কর্মকতা নিহত হন।
নতুন এ বিল আইনে পরিণত হলে যেসব ফরাসি নাগরিক নিউ ক্যালিডোনিয়াতে ১০ বছরের বেশি বসবাস করেন, তারাও আঞ্চলিক নির্বাচনে ভোটাধিকার পাবেন। যা এক প্রকার নিউ ক্যালেডোনিয়ার নাগরিকত্ব লাভ করা। আর এতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দারা।