Monday, December 23, 2024
Home আন্তর্জাতিক টানা বৃষ্টিতে জার্মানি ও ইতালিতে ভয়াবহ বন্যার আশংকা

টানা বৃষ্টিতে জার্মানি ও ইতালিতে ভয়াবহ বন্যার আশংকা

by Hocchetaki
0 comment

টানা বৃষ্টিতে বন্যা দেখা দিয়েছে ইউরোপের দেশ জার্মানি ও ইতালিতে। এই বন্যা ভয়াবহ রূপ ধারণ করতে পারে বলে আশংকা করছেন বিশ্লেষকরা। এরই মধ্যে বন্যা আক্রান্ত অঞ্চলগুলোর বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে নির্দেশনা দেয়া হচ্ছে।

জার্মানির দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থানে বন্যা সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যে পশ্চিম স্বাবিয়া, অ্যালগাউ এবং বাভারিয়া সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এরই মধ্যে অতিমাত্রায় বৃষ্টিপাত ও নদীর পানির স্তর বৃদ্ধির কারণে অগসবার্গ শহরে জরুরি অবস্থা জারি করা হয়েছে। আগামী কয়েক ঘণ্টায় পানির স্তর আরও বাড়ার আশঙ্কা রয়েছে। ফলে ফিশাক ও লাঙ্গেননিউফনাখ এলাকার বসবাসকারীরা ক্ষতিগ্রস্ত হতে পারে।

জার্মানির অন্যতম বৃহত্তম লেক কনস্ট্যান্সও বন্যার ঝুঁকিতে রয়েছে। সেকারণে বাডেন-ওয়ার্টেমবার্গের মেকেনবুরেন এলাকার প্রায় ১,৩০০ মানুষকে সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন।

দানিউব ও শাখা নদীগুলোর উত্তর দিকেও পর্যবেক্ষণে রাখা হয়েছে বন্যার গতিবিধি। 

অন্যদিকে, ইতালির উত্তর-পূর্বাঞ্চলে নাতিসোন নদীতে বন্যার কারণে তিন স্থানীয় যুবক নিখোঁজ হয়েছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। নদীর ছোট্ট দ্বীপে আটকা পড়েছিল দলটি। সাহায্যের জন্য ফোন করলেও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছালে তাদের খুঁজে পাওয়া যায়নি। তাদের খুঁজতে তল্লাশি অভিযান এখনও চলমান রয়েছে জানিয়েছে প্রশাসন।

Source: https://www.euronews.com/my-europe/2024/06/01/flooding-devastates-germany-and-italy-following-torrential-rain 

You may also like

Leave a Comment

হচ্ছেটা কী? একটি নিউজ ওয়েবসাইট এখানে আন্তর্জাতিক এবং দেশীয় সকল আপডেট নিউজগুলো নিয়মিত পাবলিশ করা হয় |

সর্বশেষ খবর

জনপ্রিয় খবর

হচ্ছেটাকী?
হচ্ছেটাকী?