Monday, December 23, 2024
Home যুক্তরাষ্ট্র ট্রাম্পকে সমর্থন জানাবেন না সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স

ট্রাম্পকে সমর্থন জানাবেন না সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স

by Mr.Rocky
0 comment
ট্রাম্পকে সমর্থন জানাবেন না সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স

গত শুক্রবার ফক্স চ্যানেল নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের এক সময়ের সতীর্থ মাইক পেন্স। তিনি বলেন, “এটি কোনো আশ্চর্যের বিষয় নয় যে আমি ট্রাম্পকে সমর্থন জানাচ্ছি না।” পেন্স নিজেও রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী ছিলেন। কিন্তু দলীয় ভোট শুরুর আগেই মনোনয়ন দৌড় থেকে সরে দাড়ান তিনি।

ইতিমধ্যে রিপাবলিকান দলের বড় একটি অংশ ডোনাল্ড ট্রাম্পকেই প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়ার জন্য সমর্থন জানিয়েছে। যদিও পেন্স জানিয়েছেন, তিনি ডোনাল্ড ট্রাম্পের নেয়া নীতিগুলোর বিরুদ্ধে নিজের শক্ত অবস্থানে অনড় থাকবেন। যদিও ট্রাম্প-পেন্স সময়কালীন দেশ পরিচালনার নীতিগুলো নিয়ে গর্বিত পেন্স।

সাক্ষাৎকারে পেন্স আরো বলেন, “আমি মনে করি না এমন কোনো ব্যক্তির আমেরিকার প্রেসিডেন্ট হওয়া উচিত, যে নিজেকে সংবিধানের থেকে বড় ভাবে।” এছাড়াও তিনি তার সতীর্থ রিপাবলিকানদের সতর্ক করেন, ট্রাম্প প্রেসিডেন্ট হলে ইউক্রেনের জন্য সহযোগিতা বন্ধ করে দিবেন তিনি।

Source: apnews

You may also like

Leave a Comment

হচ্ছেটা কী? একটি নিউজ ওয়েবসাইট এখানে আন্তর্জাতিক এবং দেশীয় সকল আপডেট নিউজগুলো নিয়মিত পাবলিশ করা হয় |

সর্বশেষ খবর

জনপ্রিয় খবর

হচ্ছেটাকী?
হচ্ছেটাকী?