Monday, December 23, 2024
Home আন্তর্জাতিক ফিলিস্তিনের সমর্থনে প্রতিবাদ করায় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ডিগ্রি প্রদান বাতিল

ফিলিস্তিনের সমর্থনে প্রতিবাদ করায় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ডিগ্রি প্রদান বাতিল

by Hocchetaki
0 comment

ফিলিস্তিনপন্থী বিক্ষোভে অংশ নেয়ায় ১৩ শিক্ষার্থীর ডিগ্রি প্রদান এক বছরের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে। 

মে মাসের ২৩তারিখে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ৩৭৩তম কমেন্সমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। সমাবর্তন অনুষ্ঠানের দুই সপ্তাহের বেশি সময় পার হলেও ১৩ শিক্ষার্থীর ডিগ্রি প্রদানের বিষয়ে নমনীয়তা দেখাচ্ছে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

হার্ভাড থেকে স্নাতক সম্পন্ন করা পাকিস্তানের শিক্ষার্থী আসরার সাফি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, “আমি আমার আপিলের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি। হার্ভাডের এই সিদ্ধান্তের জন্য আমি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারব কিনা সে বিষয়ে চিন্তিত রয়েছি। যদিও আমার প্রোগ্রামের সব একাডেমিক এবং ডিগ্রি অর্জনের জন্য প্রয়োজনীয় শর্ত পূরণ করেছি আমি। দূর্ভাগ্যজনকভাবে পরিস্থিতি এখনো অপরিবর্তিত রয়েছে।”

সাফির মতো একই অবস্থায় আছেন আরও ১২ জন শিক্ষার্থী। বিশ্বের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেও, এই বছরের সমাবর্তন অনুষ্ঠানে তাদের ডিগ্রি পাননি তারা।

গত মাসে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনের সমর্থনে আন্দোলনে অংশগ্রহণ করায় বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পরিচালনা সংস্থা হার্ভার্ড কর্পোরেশন ২৩ মে এই ১২ শিক্ষার্থীদের ডিগ্রি প্রদান স্থগিত করে।

একই শাস্তি পাওয়া আরেক শিক্ষার্থী শ্রদ্ধা জোশি অভিযোগ করেছেন, শিক্ষকদের সমর্থন থাকা সত্ত্বেও তাদের প্রাপ্য ডিগ্রি তাদের দেয়া হয়নি। টেক্সাসে জন্ম ও বেড়ে ওঠা জোশি যুক্তরাজ্যে সমাজবিজ্ঞানে মাস্টার্স ডিগ্রি অর্জনের পরিকল্পনা করছিলেন। কিন্তু হার্ভাডের সিদ্ধান্তে এখন তার ভবিষ্যৎ অনিশ্চিত।

Source: https://www.aljazeera.com/news/2024/6/9/the-harvard-graduating-students-denied-their-degrees-over-palestine-protest 

You may also like

Leave a Comment

হচ্ছেটা কী? একটি নিউজ ওয়েবসাইট এখানে আন্তর্জাতিক এবং দেশীয় সকল আপডেট নিউজগুলো নিয়মিত পাবলিশ করা হয় |

সর্বশেষ খবর

জনপ্রিয় খবর

হচ্ছেটাকী?
হচ্ছেটাকী?