Monday, December 23, 2024
Home আন্তর্জাতিক ড্রোন আলোকসজ্জায় বিশ্বরেকর্ড : একসঙ্গে জ্বলে উঠলো ৫০০০ ড্রোন!

ড্রোন আলোকসজ্জায় বিশ্বরেকর্ড : একসঙ্গে জ্বলে উঠলো ৫০০০ ড্রোন!

by Mr.Rocky
0 comment
ড্রোন আলোকসজ্জায় বিশ্বরেকর্ড একসঙ্গে জ্বলে উঠলো ৫০০০ ড্রোন!

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের কীর্তি গড়েছে ড্রোন প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান ইউভিফাই।  একযোগে সর্বোচ্চ উড্ডয়নের ক্ষেত্রে ড্রোনের এই রেকর্ড নতুন করে জায়গা করে নিয়েছে। দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি সংদো শহরে মনোমুগ্ধকর এক প্রদর্শনীর আয়োজন করে। যেখানে, ৫,২৯৩টি ড্রোন একসাথে আকাশে উড়িয়ে এই নতুন বিশ্বরেকর্ড স্থাপন করে।

এর আগে সবচেয়ে বেশি ড্রোনের একযোগে উড্ডয়নের রেকর্ডটি প্রযুক্তিক্ষেত্রের টেক জায়ান্ট, ইন্টেলের দখলে ছিল। ২০১৮ সালে কোম্পানিটি  ২,২০০টি ড্রোন একসাথে উড়িয়ে এই রেকর্ড গড়েছিল।  ইউভিফাই তাদের উদ্ভাবনী ও নিয়ন্ত্রণ প্রযুক্তির ক্ষমতা প্রদর্শন করে আগের রেকর্ডকে প্রায় দুইগুণেরও বেশি ড্রোন নিয়ে উড়িয়ে ভাঙতে সক্ষম হয়েছে।

এই রেকর্ডের মধ্য দিয়ে ড্রোন বাজারে নিজেদের অগ্রগতির জানান দিয়েছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। ইউভিফাইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিওন লিম এই কৃতিত্বের জন্য কোম্পানির কর্মীদের প্রশংসা করেছেন। তিনি জানিয়েছেন, “এই ইভেন্ট শুধুমাত্র একটি বিশ্বরেকর্ড স্থাপনের চেয়েও অনেক বেশি কিছু। এটি ইউভিফাই কে বিশ্বের কাছে পরিচিত করবে এবং এর কার্যক্রম  ব্যবসায়িকভাবে আরো বেশি প্রসারিত হবে!’

Source: youtu.be/zt57qVcnmoM?si=Z-25pdGXBsOgeZJB

You may also like

Leave a Comment

হচ্ছেটা কী? একটি নিউজ ওয়েবসাইট এখানে আন্তর্জাতিক এবং দেশীয় সকল আপডেট নিউজগুলো নিয়মিত পাবলিশ করা হয় |

সর্বশেষ খবর

জনপ্রিয় খবর

হচ্ছেটাকী?
হচ্ছেটাকী?