Monday, December 23, 2024
Home পাকিস্তান তালেবান জঙ্গিদের পৃষ্ঠপোষকতা করছে ভারত, পাকিস্তানের অভিযোগ

তালেবান জঙ্গিদের পৃষ্ঠপোষকতা করছে ভারত, পাকিস্তানের অভিযোগ

by Mr.Rocky
0 comment
তালেবান জঙ্গিদের পৃষ্ঠপোষকতা করছে ভারত, পাকিস্তানের অভিযোগ

ভারতের উপর পাকিস্তানে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) জঙ্গিগোষ্ঠীকে আফগান সরকারের মাধ্যমে আর্থিক সহায়তা দেওয়ার গুরুতর অভিযোগ এনেছেন আফগানিস্তানে পাকিস্তানের রাষ্ট্রদূত আসিফ দুররানি। ডন পত্রিকার একটি প্রতিবেদন অনুসারে, দুররানি এই দাবির পক্ষে পাকিস্তানের কাছে প্রমাণ থাকার কথা উল্লেখ করেছেন। তিনি আরও জানান, বর্তমানে টিটিপি আফগানিস্তানকে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করছে।

সম্প্রতি পাকিস্তান ইন্সটিটিউট অব পিস স্টাডিজ আয়োজিত এক অনুষ্ঠানে এসব দাবি করেন আসিফ দুররানি। তিনি বলেন, “টিটিপির এখনো পর্যন্ত টিকে থাকার পিছনে অন্য কারোর হাত রয়েছে। কারণ এই সাত হাজার সদস্যের বিশাল জঙ্গীগোষ্ঠীকে টিকিয়ে রাখা আফগান সরকারের একার পক্ষে সম্ভব নয়।” পাকিস্তান সরকার ইতিমধ্যে আফগান সরকারকে টিটিপি সদস্যদের আত্মসমর্পণে সহযোগীতা করার জন্য চিঠি দিয়েছে। 

সম্প্রতি পাক-আফগান সীমান্তে সেনাচৌকিতে হামলায় দুইদেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

Source:dawn.com

You may also like

Leave a Comment

হচ্ছেটা কী? একটি নিউজ ওয়েবসাইট এখানে আন্তর্জাতিক এবং দেশীয় সকল আপডেট নিউজগুলো নিয়মিত পাবলিশ করা হয় |

সর্বশেষ খবর

জনপ্রিয় খবর

হচ্ছেটাকী?
হচ্ছেটাকী?