Monday, December 23, 2024
Home আন্তর্জাতিক ইসরায়েলি জিম্মিদের ফেরানোর দাবিতে তেল আবিবে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ

ইসরায়েলি জিম্মিদের ফেরানোর দাবিতে তেল আবিবে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ

by Hocchetaki
0 comment
ইসরায়েলি জিম্মিদের ফেরানোর দাবিতে তেল আবিবে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ

হামাসের হাতে আটক ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে প্রায়ই উত্তপ্ত থাকছে ইসরায়েলের রাজপথ। শনিবার একই দাবিতে তেল আবিবে আবারও ইসরায়েলি পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় হাজার হাজার বিক্ষোভকারী আটক বন্দীদের ফিরিয়ে আনার দাবিতে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন।

বিক্ষোভে অনেকেই গাজায় জিম্মি ইসরায়েলি নারী সৈন্যদের ছবি নিয়ে আসেন। কারোর হাতে ছিল “যুদ্ধ বন্ধ করুন” লেখা প্ল্যাকার্ড। এসময় তারা সরকারের প্রতি বন্দীদের মুক্তির জন্য চুক্তি করার জোর দাবি জানায়। এছাড়াও বিক্ষোভকারীরা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবি করে নতুন নির্বাচন আয়োজনের আহবান জানান।

বিক্ষোভকারীদের অভিযোগ, যুদ্ধ বন্ধে ও জিম্মি ইসরায়েলিদের ফিরিয়ে আনতে কোনো চেষ্টাই করছে না ইসরায়েলি সরকার। নেতানিয়াহুর এই যুদ্ধ পরিকল্পনায় পুরো ইসরায়েল দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। 

গত সপ্তাহে, ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা গাজা থেকে তিন বন্দির মৃতদেহ উদ্ধার করেছে। ৭অক্টোবরে হামলার পর তাদের মৃতদেহ গাজায় নিয়ে যাওয়া হয়েছিল বলে অভিযোগ তোলে আইডিএফ।

ইসরায়েলের সরকারি তথ্য অনুসারে, প্রায় ১০০বন্দী এখনো গাজায় আটক রয়েছে। এর আগে, গত নভেম্বরে সপ্তাহব্যাপি যুদ্ধবিরতিতে ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে অপহৃত ২৫০ জন ইসরায়েলি বন্দীর প্রায় অর্ধেককে মুক্তি দিয়েছে হামাস ও অন্যান্য গোষ্ঠিগুলো।

এদিকে শনিবার উত্তর ও মধ্য গাজায় বোমা বর্ষণ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। ইসরায়েল বলেছে, রাফায় হামাসের শেষ ঘাঁটি ধ্বংস করতে এই অভিযান চালাচ্ছে তারা।

Source: https://www.arabnews.com/node/2517136/middle-east

You may also like

Leave a Comment

হচ্ছেটা কী? একটি নিউজ ওয়েবসাইট এখানে আন্তর্জাতিক এবং দেশীয় সকল আপডেট নিউজগুলো নিয়মিত পাবলিশ করা হয় |

সর্বশেষ খবর

জনপ্রিয় খবর

হচ্ছেটাকী?
হচ্ছেটাকী?