Monday, December 23, 2024
Home আন্তর্জাতিক তিউনিসিয়ায় দুই সাংবাদিককে এক বছরের কারাদণ্ড

তিউনিসিয়ায় দুই সাংবাদিককে এক বছরের কারাদণ্ড

by Mr.Rocky
0 comment
তিউনিসিয়ায় দুই সাংবাদিককে এক বছরের কারাদণ্ড

জননিরাপত্তার ক্ষতি করে এমন মিথ্যা সংবাদ প্রকাশের দায়ে বুধবার তিউনিসিয়ার একটি আদালত দুই সাংবাদিক, মুরাদ জাঘিদি এবং বোরহান বেসাইসকে এক বছরের কারাদণ্ড দিয়েছে। 

এই মাসের শুরুতে সম্প্রচার করা রাজনৈতিক মন্তব্যের জন্য আটক করা হয়েছিল এই দুই সাংবাদিককে। দেশটির প্রধান সাংবাদিক ইউনিয়নের মতে, তাদের কারাদণ্ডের ফলে তিউনিসিয়ায় কারাগারে থাকা সাংবাদিকের সংখ্যা ছয়জনে পৌঁছেছে, আরও কয়েক ডজন বিচারের মুখোমুখি হয়েছে।

মে মাসে, তিউনিসিয়ার পুলিশ সাংবাদিক, আইনজীবী এবং সুশীল সমাজের কর্মকর্তা সহ দশজনকে আটক করেছে। হিউম্যান রাইটস ওয়াচ তিউনিসিয়াকে বাক স্বাধীনতা ও নাগরিক স্বাধীনতা সমুন্নত রাখার আহ্বান জানিয়েছে।

তিউনিস আদালতের মুখপাত্র মোহাম্মদ জিতুনা বলেন, সাংবাদিকদের সামাজিক যোগাযোগ মাধ্যমে করা পোস্ট এবং বেতারে করা মন্তব্যগুলো জননিরাপত্তার জন্য ক্ষতিকারক বলে মনে করার জন্য শাস্তি দেওয়া হয়।

সংবাদপত্রের স্বাধীনতার উপর বিধিনিষেধের অবসানের দাবিতে সাংবাদিকরা আদালতে জড়ো হয়। জার্নালিস্ট সিন্ডিকেটের প্রধান জায়েদ ডাব্বার ঘোষণা করেছেন, “তিউনিসিয়া সাংবাদিকদের জন্য একটি উন্মুক্ত কারাগারে পরিণত হয়েছে। তিউনিসিয়ায় সাংবাদিকদের হুমকি ও নিষেধাজ্ঞা নজিরবিহীন।”

সরকার অভিযোগগুলো অস্বীকার করে, দাবি করে যে, বিশৃঙ্খলা এবং দুর্নীতির অবসান ঘটানোর জন্য তাদের নেয়া পদক্ষেপগুলো প্রয়োজনীয় ছিল।

Source: https://www.reuters.com/world/africa/tunisian-court-sentences-two-prominent-journalists-one-year-prison-2024-05-22/

https://youtu.be/0xe4ElPyZ54

You may also like

Leave a Comment

হচ্ছেটা কী? একটি নিউজ ওয়েবসাইট এখানে আন্তর্জাতিক এবং দেশীয় সকল আপডেট নিউজগুলো নিয়মিত পাবলিশ করা হয় |

সর্বশেষ খবর

জনপ্রিয় খবর

হচ্ছেটাকী?
হচ্ছেটাকী?