Monday, December 23, 2024
Home মহাকাশ তৃতীয় পরীক্ষায় স্টারশিপ উৎক্ষেপণে সফল স্পেসএক্স

তৃতীয় পরীক্ষায় স্টারশিপ উৎক্ষেপণে সফল স্পেসএক্স

by Md Nayem
0 comment
তৃতীয় পরীক্ষায় স্টারশিপ উৎক্ষেপণে সফল স্পেসএক্স

মহাকাশ ডেস্ক।।

স্টারশিপ মহাকাশযানের তৃতীয় পরীক্ষা চালিয়েছে স্পেসএক্স। কোনো ধরণের সমস্যা ছাড়াই এই পরীক্ষা সফল হয়েছে বলে জানিয়েছে স্পেসএক্স। এই রকেটে করেই একসময় চাঁদ ও পরবর্তীতে মঙ্গল গ্রহে মানুষ পাঠানো হবে বলে জানীয়েছিলো ইলন মাস্ক। 

এই ১২০ মিটার দীর্ঘ রকেটটির ওজন পাঁচ হাজার মেট্রিক টন। গালফ অব মেক্সিকোর তীরে অবস্থিত টেক্সাসের স্টারবেজ থেকে বৃহস্পতিবার এই রকেটটির উৎক্ষেপণ হয়। কয়েক মিনিটের মধ্যেই সফলভাবে মহাকাশে পাড়ি জমায় এটি।

এর আগে স্টারশিপের আরও দু’টি পরীক্ষা ব্যর্থ হয়। আগের দুটি পরীক্ষা যথাক্রমে চার মিনিট ও আট মিনিট টিকে ছিল।  স্টারশীপ ১০০ জন মহাকাশচারীকে একসঙ্গে বহন করতে পারবে। ১৯৬৯ সালে যে স্যাটার্ন ফাইভ রকেটে করে মানুষ প্রথম চাঁদে গিয়েছিল, এই স্টারশিপ তার থেকে ১০ মিটার বেশি লম্বা। 

ঐতিহাসিক এই সাফল্যের জন্য ইলন মাস্ক ‘স্পেসএক্স’ টিমকে ধন্যবাদ জানিয়েছেন। 

নির্ধারিত সময়ের পর আবার ভূপৃষ্ঠে ফিরে আসবে মানব ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ও বড় ‘স্টারশিপ’ রকেটটি।

আরও পড়ুন: উৎক্ষেপণের পরপরই জাপানের স্পেস ওয়ান রকেটে বিস্ফোরণ

You may also like

Leave a Comment

হচ্ছেটা কী? একটি নিউজ ওয়েবসাইট এখানে আন্তর্জাতিক এবং দেশীয় সকল আপডেট নিউজগুলো নিয়মিত পাবলিশ করা হয় |

সর্বশেষ খবর

জনপ্রিয় খবর

হচ্ছেটাকী?
হচ্ছেটাকী?