তাইওয়ানকে অস্ত্র বিক্রির সমর্থনের অভিযোগে চীন দুটি মার্কিন প্রতিরক্ষা কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। বেইজিং স্ব-শাসিত দ্বীপ তাইওয়ানকে নিজস্ব ভূখণ্ড হিসেবে দাবি করে এবং প্রয়োজন হলে বল প্রয়োগ করে হলেও দখলের হুমকি দেয়।
চীন জানিয়েছে, জেনারেল অ্যাটমিক্স অ্যারোনটিক্যাল সিস্টেমস ও জেনারেল ডায়নামিক্স ল্যান্ড সিস্টেমস নামক কোম্পানি দুইটির চীনের অভ্যন্তরে থাকা সম্পদ বাজেয়াপ্ত করা হবে। এছাড়া কোম্পানি দুটির ব্যবস্থাপনা কর্মকর্তাদের দেশে প্রবেশ নিষিদ্ধ করেছে দেশটির সরকার।
ফাইলিংস অনুযায়ী, জেনারেল ডায়নামিক্স চীনে অর্ধ-ডজন গালফস্ট্রিম এবং জেট এভিয়েশন পরিষেবা পরিচালনা করে। চীনের এভিয়েশন খাত এখনও বিদেশী এ্যারোস্পেস প্রযুক্তির উপর ব্যাপকভাবে নির্ভরশীল। যদিও দেশটি এই ক্ষেত্রে নিজস্ব সক্ষমতা তৈরির চেষ্টা চালাচ্ছে। কোম্পানিটি তাইওয়ানের ক্রয়কৃত আব্রামস ট্যাঙ্ক তৈরিতেও সহায়তা করেছে। তাইওয়ান চীনের আগ্রাসন প্রতিরোধের জন্য এই ট্যাঙ্কগুলো কিনছে।
জেনারেল অ্যাটমিক্স মার্কিন সামরিক বাহিনী কর্তৃক ব্যবহৃত প্রিডেটর এবং রিপার ড্রোন তৈরি করে। তাইওয়ানকে অস্ত্র সরবরাহের ক্ষেত্রে কোম্পানিটির জড়িত থাকার ব্যাপারে বিস্তারিত তথ্য চীনা কর্তৃপক্ষ প্রকাশ করেনি।
বেইজিং দীর্ঘদিন ধরেই এই ধরণের নিষেধাজ্ঞার হুমকি দিয়ে আসছিল। কিন্তু চীনের অর্থনীতি করোনা মহামারি, উচ্চ বেকারত্ব এবং বৈদেশিক বিনিয়োগের তীব্র পতনের ফলে বিপর্যস্ত হওয়ায় এর আগে এধরনের নিষেধাজ্ঞা খুব কমই জারি করা হয়েছে।