Sunday, December 22, 2024
Home চীন দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্র ও মিত্রদের নৌ-মহড়ার জবাব দিল চীন

দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্র ও মিত্রদের নৌ-মহড়ার জবাব দিল চীন

by Mr.Rocky
0 comment
দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্র ও মিত্রদের নৌ-মহড়ার জবাব দিল চীন

দক্ষিণ চীন সাগরে আমেরিকা ও তার মিত্রশক্তিদের নৌ-মহড়ার পাল্টা পদক্ষেপ হিসেবে নিজেদের আকাশ ও সমুদ্র টহল জোরদার করেছে চীন। চীনের সামরিক বাহিনীর সাউদার্ন থিয়েটার কমান্ড রবিবার এক বিবৃতিতে জানিয়েছে, “তারা আকাশ ও সমুদ্র টহল পরিচালনা করেছে এবং দক্ষিণ চীন সাগরে নিরাপত্তা বিঘ্নিত করে এমন সমস্ত কার্যকলাপ তাদের নিয়ন্ত্রণে রয়েছে।” চীনের এই বিবৃতিতে সরাসরি যুক্তরাষ্ট্র বা যৌথ নৌ-মহড়ার কথা উল্লেখ করা হয়নি।

রবিবার মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া এবং ফিলিপাইনের প্রতিরক্ষা প্রধানরা এই অঞ্চলে আইনের শাসন রক্ষা এবং জলপথে ও আকাশে চলাচলের অধিকার বজায় রাখতে যৌথ নৌ-মহড়া পরিচালনা করেন।

এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ দক্ষিণ চীন সাগরে অবস্থিত। অঞ্চলটির বেশ কয়েকটি দক্ষিণ-পূর্ব এশীয় দেশের সাথে চীনের দীর্ঘদিন ধরে ভূখণ্ড নিয়ে বিরোধ রয়েছে। বিশেষ করে গত বছর থেকে এই অঞ্চলে ফিলিপাইনের সাথে চীনের সংঘর্ষ বেড়েছে।

ফিলিপাইনকে সমর্থন জানাতে যুক্তরাষ্ট্র দেশটির সাথে যৌথ টহল পরিচালনা করে আসছে। চীন অভিযোগ করেছে এই বিরোধে হস্তক্ষেপ করে যুক্তরাষ্ট্র উত্তেজনা বাড়িয়ে তুলছে।

চীনের এই সামরিক পদক্ষেপ অঞ্চলে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে। বিশেষ করে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে ক্ষমতা প্রদর্শনের লড়াই এই সমুদ্রপথে নতুন উত্তেজনার সৃষ্টি করতে পারে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

Source: https://apnews.com/article/china-us-south-china-sea-philippines-0a3ac0c6d02bd467724b76f6d86b230a 

You may also like

Leave a Comment

হচ্ছেটা কী? একটি নিউজ ওয়েবসাইট এখানে আন্তর্জাতিক এবং দেশীয় সকল আপডেট নিউজগুলো নিয়মিত পাবলিশ করা হয় |

সর্বশেষ খবর

জনপ্রিয় খবর

হচ্ছেটাকী?
হচ্ছেটাকী?