Monday, December 23, 2024
Home আন্তর্জাতিক দক্ষিণ চীনের গ্রামীণ এলাকায় ভয়াবহ বন্যা, নিখোঁজ ছয়

দক্ষিণ চীনের গ্রামীণ এলাকায় ভয়াবহ বন্যা, নিখোঁজ ছয়

by Md Nayem
0 comment
চীনের মেইজিয়ানে চার, জিয়াওলিং-এ পাঁচ জনের মৃত্যু

চীনের দক্ষিণাঞ্চলের গুয়াংডং প্রদেশের গ্রামীণ এলাকায় বন্যায় নয় জনের মৃত্যু ঘটেছে। সেইসাথে ছয়জন নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার কর্তৃপক্ষ দেশের অন্যান্য অংশেও বন্যার সতর্কতা জারি করেছে।

বৃহস্পতিবার রাতে জানা যায়, গুয়াংডং-এর মেইঝো শহরের মেইজিয়ানে চার জনের মৃত্যু ঘটেছে এবং চার জন নিখোঁজ হয়েছেন। এছাড়া জিয়াওলিং-তে আরও পাঁচ জন মারা গেছেন, যা মেইঝো শহরেই অবস্থিত।

রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে সেখানে, যার ফলে ঘরবাড়ি ধসে পড়েছে। ভারী বৃষ্টির সময় মেইজিয়ান জেলার একটি রাস্তা সম্পূর্ণভাবে ধসে পড়েছে। মেইঝো শহর দিয়ে বয়ে যাওয়া সঙইউয়ান নদী তার ইতিহাসে সবচেয়ে বড় বন্যার সম্মুখীন হয়েছে।

জিয়াওলিং কাউন্টিতে প্রত্যক্ষ অর্থনৈতিক ক্ষতির পরিমাণ ৩.৬৫ বিলিয়ন ইউয়ান (৫০২ মিলিয়ন ডলার), আর মেইজিয়ান জেলায় ক্ষতির পরিমাণ ১.০৬ বিলিয়ন ইউয়ান (১৪৬ মিলিয়ন ডলার)।

দেশের অন্যান্য অংশেও আগামী ২৪ ঘণ্টায় প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। জাতীয় আবহাওয়া কেন্দ্র দক্ষিণের কয়েকটি প্রদেশ এবং উত্তরের কিছু নির্দিষ্ট স্থানে সতর্কতা জারি করেছে। মধ্য চীনের হেনান এবং আনহুই প্রদেশ, উপকূলীয় জিয়াংসু প্রদেশ এবং দক্ষিণের গুইঝু প্রদেশেও শিলা বৃষ্টি এবং শক্তিশালী বজ্রঝড়ের পূর্বাভাস রয়েছে। হেনান, আনহুই এবং হুবেই প্রদেশে এক দিনে ৫০ মিমি থেকে ৮০ মিমি (১.৯ থেকে ৩.১৪ ইঞ্চি) পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে।

ভারী বৃষ্টিপাতের কারণে গত সপ্তাহে, দক্ষিণের ফুজিয়ান এবং গুয়াংসি প্রদেশও ভূমিধস এবং বন্যার সম্মুখীন হয়েছিল। তখন গুয়াংসি প্রদেশে এক ছাত্র নদীতে পড়ে গিয়ে মৃত্যু বরণ করে।

You may also like

Leave a Comment

হচ্ছেটা কী? একটি নিউজ ওয়েবসাইট এখানে আন্তর্জাতিক এবং দেশীয় সকল আপডেট নিউজগুলো নিয়মিত পাবলিশ করা হয় |

সর্বশেষ খবর

জনপ্রিয় খবর

হচ্ছেটাকী?
হচ্ছেটাকী?