ইসরাইলের হামলায় লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর এক যোদ্ধা ইয়াসির কারনাবাস নিহত হবার প্রতিবাদে ইসরাইলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ। সিরিয়া সীমান্তের কাছে বৈরুত – দামেস্ক হাইওয়েতে ইসরাইলের হামলায় প্রাণ হারায় হিজবুল্লাহর এই যোদ্ধা। ধারণা করা হচ্ছে তিনি হিজবুল্লাহ প্রধান হাসান নাসারুল্লাহর দেহরক্ষী ছিলেন। তবে তার সঠিক পদমর্যাদা এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।
হিজবুল্লাহ সদস্য ইয়াসির কারনাবাস নিহত হবার ঘন্টাখানেক পরেই ইসরাইলে প্রতিশোধ মূলক হামলা চালায় হিজবুল্লাহ। এতে দুই ইসরাইলি নাগরিকের মৃত্যু হয়। এসময় হিজবুল্লাহ ইসরাইলকে লক্ষ্য করে অন্তত ৪০ টি ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর একটি সরাসরি একটি গাড়িতে আঘাত করে। এসময় ভেতরে থাকে দুই ইসরাইলি নাগরিক নিহত হয়।
হামলার দায় স্বীকার করে হিজবুল্লাহ জানিয়েছে যে তারা হিজবুল্লাহ সদস্য নিহতের প্রতিবাদে ইসরাইলের নাফাহ সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে। তারা জানায় এসময় হিজবুল্লাহ ইসরাইলকে লক্ষ্য করে একাধিক কাত্যুশা (Katyusha) রকেট নিক্ষেপ করে।
এনিয়ে এ প্রজন্ত হিজবুল্লাহর হামলায় অন্তত ১২ ইসরাইলি নাগরিক ও ১৬ ইসরাইলি সেনা সদস্য প্রাণ হারিয়েছে। অপরদিকে হিজবুল্লাহর এ প্রযন্ত ৩৬৪ সদস্য ইসরাইলের হামলায় নিহত হয়।
Sourc: https://www.timesofisrael.com/two-civilians-killed-in-hezbollah-rocket-attack-on-golan-heights/