Monday, January 13, 2025
Home আন্তর্জাতিক নিউজক্লিকের প্রতিষ্ঠাতা প্রবীর পুরকায়স্থকে মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের

নিউজক্লিকের প্রতিষ্ঠাতা প্রবীর পুরকায়স্থকে মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের

by Mr.Rocky
0 comment
নিউজক্লিকের প্রতিষ্ঠাতা প্রবীর পুরকায়স্থকে মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের

নিউজক্লিকের প্রতিষ্ঠাতা প্রবীর পুরকায়স্থকে গ্রেফতার করার আদেশকে অবৈধ ঘোষণা করে তাকে মুক্তি দিতে নির্দেশ দিয়েছে ভারতের সর্বোচ্চ আদালত। দিল্লী পুলিশ কর্তৃক তাকে গ্রেফতার করা সন্ত্রাসবিরোধী আইনের অপব্যবহার বলে মনে করেন আদালত।

বিচারপতি বি.আর.গাভাই এবং বিচারপতি সন্দীপ মেহতা নিয়ে গঠিত বেঞ্চ জানিয়েছেন, গ্রেফতারের সময় প্রবীরকে গ্রেফতারের কারণ লিখিতভাবে জানানো হয়নি। ফলে তার গ্রেফতার সম্পূর্ণ অবৈধ।

বিচারপতি মেহতা বলেছেন, “আদালতের মনে কোন সন্দেহ নেই যে গ্রেফতারের কারণ জানানো হয়নি, যা গ্রেফতারকে অবৈধ করে। পঙ্কজ বানসালের মামলার আলোকে আবেদনকারীকে মুক্তি দেওয়া উচিত।” তাছাড়া প্রবীরের রিমান্ড আদেশকেও অবৈধ ঘোষণা করে আদালত।

এর আগে মার্চ মাসে পঙ্কজ বানসালের মামলায় রায় দেওয়া সর্বোচ্চ আদালত জানিয়েছিল, গ্রেফতারের সময় অভিযুক্তকে গ্রেফতারের কারণ লিখিতভাবে জানাতে হবে।

নিউইয়র্ক টাইমসের তদন্তের কয়েকদিন পর প্রবীরকে গত ৩ অক্টোবর সন্ত্রাসবিরোধী আইন, বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনের অধীনে গ্রেপ্তার করা হয়। এছাড়াও নিউজক্লিক চীনা প্রপাগান্ডা ছড়ানো একটি নেটওয়ার্ক থেকে তহবিল পেয়েছিল বলে অভিযোগ করা হয়েছিল। মার্চের আট হাজার পৃষ্ঠার এক চার্জশিটে প্রবীরকে সন্ত্রাসী অর্থায়ন এবং চীনা প্রচার প্রচারের অভিযোগে অভিযুক্ত করেছে দিল্লী পুলিশ।

একই অভিযোগে ৩ অক্টোবর নিউজক্লিকের এইচআর প্রধান অমিত চক্রবর্তীকেও গ্রেপ্তার করা হয়। কিন্তু জানুয়ারিতে এই মামলায় রাজস্বাক্ষী হতে রাজি হন অমিত।

Source: https://www.ndtv.com/india-news/supreme-court-orders-immediate-release-of-newsclick-founder-5666726 

You may also like

Leave a Comment

হচ্ছেটা কী? একটি নিউজ ওয়েবসাইট এখানে আন্তর্জাতিক এবং দেশীয় সকল আপডেট নিউজগুলো নিয়মিত পাবলিশ করা হয় |

সর্বশেষ খবর

জনপ্রিয় খবর

হচ্ছেটাকী?
হচ্ছেটাকী?