Monday, December 23, 2024
Home আন্তর্জাতিক নিজেদের আকাশসীমা ব্যবহার করে ইরানে হামলা চালাতে দিবে না কাতার ও কুয়েতে 

নিজেদের আকাশসীমা ব্যবহার করে ইরানে হামলা চালাতে দিবে না কাতার ও কুয়েতে 

by Mr.Rocky
0 comment
নিজেদের আকাশসীমা ব্যবহার করে ইরানে হামলা চালাতে দিবে না কাতার ও কুয়েতে 

সিরিয়ায় ইরানের কূটনৈতিক মিশনে ইসরায়েলি হামলার পর ইরান ও ইসরায়েলি সরকারের মধ্যে তীব্র উত্তেজনার মধ্যে কাতার এবং কুয়েত ইরানের বিরুদ্ধে হামলার জন্য তাদের আকাশসীমা এবং বিমান ঘাঁটি ব্যবহার নিষিদ্ধ করেছে।

কাতার এবং কুয়েত উভয়ই মার্কিন যুক্তরাষ্ট্রকে নির্দেশ জারি করেছে ইরানের উপর সম্ভাব্য বিমান হামলা চালানোর জন্য মার্কিন সেনাবাহিনীকে দুটি দেশের বিমান ঘাঁটি ব্যবহার করার অনুমতি দেওয়া হবে না। শনিবার এক প্রতিবেদনে এমনই ইঙ্গিত দিয়েছে দেশ দুটি। কাতার এবং কুয়েত জানায় ইরানের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপের জন্য তাদের আকাশসীমা ব্যবহার করা যাবে না।

কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি এবং আহমেদ আল জাবের বিমান ঘাঁটিতে মার্কিন সামরিক বিমান রয়েছে। কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিও পশ্চিম এশিয়া অঞ্চলের সবচেয়ে বড় মার্কিন বিমান ঘাঁটি।

ইসরায়েলে হামলা হলে যুক্তরাষ্ট্রকে হস্তক্ষেপ না করার পরামর্শ দিতে আঞ্চলিক আরব দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ইরান। গাজা উপত্যকায় ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় এই অঞ্চলে একটি বড় সংঘর্ষের বিষয়ে দেশগুলি সতর্ক ছিল।

কাতার ও কুয়েত ইতিমধ্যেই ইরান ও তাদের মিত্র প্রতিরোধী গোষ্ঠীগুলির উপর আক্রমণের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে তাদের আকাশসীমা এবং বিমান ঘাঁটি ব্যবহার করার ক্ষমতা সীমিত করেছে।

Source: https://www.presstv.ir/Detail/2024/04/13/723613/Qatar-Kuwait-airspace-air-bases-ban-US-Iran 

You may also like

Leave a Comment

হচ্ছেটা কী? একটি নিউজ ওয়েবসাইট এখানে আন্তর্জাতিক এবং দেশীয় সকল আপডেট নিউজগুলো নিয়মিত পাবলিশ করা হয় |

সর্বশেষ খবর

জনপ্রিয় খবর

হচ্ছেটাকী?
হচ্ছেটাকী?