Monday, December 23, 2024
Home আন্তর্জাতিক অ্যাজমা অ্যাটাকের পর হাসপাতালে ভর্তি হাইতির নতুন প্রধানমন্ত্রী গ্যারি কনিল 

অ্যাজমা অ্যাটাকের পর হাসপাতালে ভর্তি হাইতির নতুন প্রধানমন্ত্রী গ্যারি কনিল 

by Mr.Rocky
0 comment

শ্বাসকষ্টের অসুস্থতায় হাসপাতালে ভর্তি হয়েছেন হাইতির নতুন প্রধানমন্ত্রী ৫৮বছর বয়সী গ্যারি কনিল। শনিবার রাতে রাজধানী পোর্ট-অ-প্রিন্সের একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

একটি সরকারি সূত্র ফরাসি সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছে, “প্রধানমন্ত্রী অ্যাজমা অ্যাটাক করেছেন। চিকিৎসকরা সর্বক্ষণ তাঁর পাশে রয়েছেন।” প্রধানমন্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হতে পারে বলে জানিয়েছে সূত্রটি।

নাম প্রকাশে অনিচ্ছুক, কনিলের এক ঘনিষ্ট সূত্র অ্যাসোসিয়েটেড প্রেসকে জানায়, “কনিল শ্বাসকষ্টে ভুগছিলেন। এই অসুস্থতার জন্য মাঝে মাঝে ইনহেলার ব্যবহার করতে হতো তাকে।”

“এক সপ্তাহের অত্যধিক ব্যস্ততায় প্রধানমন্ত্রী কনিল সামান্য অসুস্থ বোধ করছন” – বলে জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর অফিস। তবে তার বর্তমান অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এর আগে গত ৩জুন প্রধানমন্ত্রী পদে শপথ নেন কনিল। হাইতির বর্তমান আপদকালীন কাউন্সিল তাকে দেশটির নেতৃত্ব দেয়ার জন্য নির্বাচন করে। হাইতিতে স্থিতিশীলতা পুনরুদ্ধার এবং সহিংস গ্যাং থেকে নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের কাজ করতে প্রধানমন্ত্রীর দায়িত্ব দেয়া হয় কনিলকে।

হাইতির অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর হাসপাতালে ভর্তির ঘটনা নেতৃত্বের সংকটে পরেছে হাইতি। ২০২১ সালে প্রেসিডেন্ট জোভেনেল মোইসের হত্যার পর থেকে হাইতি এখনও পর্যন্ত কোনও প্রেসিডেন্ট পায়নি।

এদিকে সাবেক প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি চলতি বছরের মার্চ মাসে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। কেনিয়ায় সরকারি সফরে গিয়ে নিজ পদে ইস্তফা দেয়ার পরে, এখনো দেশে ফিরতে পারেননি অ্যারিয়েল।

২০২৬সালের ৭ফেব্রুয়ারি নতুন সরকার নির্বাচন করার পরিকল্পনা করছে বর্তমান কাউন্সিল।

Source: https://www.dw.com/en/new-haiti-prime-minister-hospitalized/a-69312318 

You may also like

Leave a Comment

হচ্ছেটা কী? একটি নিউজ ওয়েবসাইট এখানে আন্তর্জাতিক এবং দেশীয় সকল আপডেট নিউজগুলো নিয়মিত পাবলিশ করা হয় |

সর্বশেষ খবর

জনপ্রিয় খবর

হচ্ছেটাকী?
হচ্ছেটাকী?