Monday, December 23, 2024
Home ভারত নরেন্দ্র মোদির সাথে বৈঠক হচ্ছেনা ইলন মাস্কের

নরেন্দ্র মোদির সাথে বৈঠক হচ্ছেনা ইলন মাস্কের

by Mr.Rocky
0 comment
নরেন্দ্র মোদির সাথে বৈঠক হচ্ছেনা ইলন মাস্কের

এপ্রিলের শেষদিকে ভারতে সফরে আসার কথা ছিল আমেরিকার ধনকুবের টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্কের। কিন্তু  ভারত সফর স্থগিত হওয়ার ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নিজেই ঘোষণা দিয়েছে তিনি।

ভারত সফরকালে ইলন মাস্কের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে সোমবার দেখা করার কথা ছিল। সেই সাক্ষাৎকারে দক্ষিণ এশিয়ার বাজারে প্রবেশ করার বিষয়ে আলাপ করতে চেয়েছিলেন মার্কিন এই ধনকুবের।

এক্স হ্যান্ডেলে শুক্রবার রাতে মাস্ক লিখেছেন, দুর্ভাগ্যবশত এখন টেসলায় কিছু বাধ্যবাধকতার জন্য ভারত সফর স্থগিত করতে হচ্ছে তাঁকে। যদিও চলতি বছরের শেষের দিকেই ভারতে আসার জন্য উন্মুখ রয়েছেন তিনি।

উল্লেখ্য, মার্চ মাসেই নতুন বৈদ্যুতিক গাড়ির নীতি ঘোষণা করেছে মোদী সরকার। সেই নীতি ঘোষণার পর,  ভারতে নতুন একটি ফ্যাক্টরি চালু করার কথা ছিল টেসলার। সেই প্রজেক্টের জন্য নয়া দিল্লিতে মাস্কের ২ বিলিয়ন থেকে ৩ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দেওয়ার কথাও শোনা যাচ্ছিল। এছাড়াও মাস্ক নয়া দিল্লিতে বেশ কয়েকটি মহাকাশ স্টার্টআপের কর্মকর্তাদের সাথে দেখা করবেন বলেও আশা করা হয়েছিল।

এই ঘোষণার পর টেসলা-কর্তার ভারত সফরের কথা জানা যায়। অনেকেই দাবি করেন, মাস্ক এই সুবিধাই চেয়েছিলেন। এ বার ভারতের কেন্দ্র সরকারের সাথে টেসলার জট খুলতে পারে। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরেই সেই জট কাটার সম্ভাবনা দেখা দিয়েছিল। তবে মাস্কের সফর স্থগিত হয়ে যাওয়ায়, এখন সেই সম্ভাবনার ভবিষ্যৎও অনিশ্চিত হয়ে গেল।

Source: https://www.news18.com/india/tesla-ceo-elon-musks-india-visit-postponed-say-sources-8859289.html

You may also like

Leave a Comment

হচ্ছেটা কী? একটি নিউজ ওয়েবসাইট এখানে আন্তর্জাতিক এবং দেশীয় সকল আপডেট নিউজগুলো নিয়মিত পাবলিশ করা হয় |

সর্বশেষ খবর

জনপ্রিয় খবর

হচ্ছেটাকী?
হচ্ছেটাকী?