আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ছয় মাসের গবেষণা মিশন শেষ করে মার্কিন মহাকাশ সংস্থা নাসার মহাকাশচারী লরাল ও’হারা, রুশ ওলেগ নোভিটস্কি এবং বেলারুশের মহাকাশযাত্রী মারিনা ভ্যাসিলেভস্কায়া পৃথিবীতে ফিরে এসেছেন। রাশিয়ার মহাকাশ সংস্থা রসকসমস জানিয়েছে, স্থানীয় সময় সকাল ১০:১৭মিনিটে, সয়ুজ এমএস-২৪ মহাকাশযানটি কাজাখস্তানের জেজকাজগান শহরের কাছে অবতরণ করে।
গত ৫ই এপ্রিল রাত ১১:৫৪ মিনিটে আইএসএস ছেড়ে সয়ুজ এমএস-২৪ মহাকাশযানে আরোহণ করেন মহাকাশচারীরা। এরপর ৬ই এপ্রিল স্থানীয় সময় সকাল ১০:১৭ মিনিটে কাজাখস্তানের জেজকাজগানের দক্ষিণ-পূর্বে নিরাপদে অবতরণ করেন। প্যারাসুটগুলো নির্ধারিত সময় মতো খুলতে সক্ষম হওয়ায় মহাকাশ ক্যাপসুলটি নিরাপদে অবতরণ করে।
গত বছরের ১৫ই সেপ্টেম্বর ও’হারার মহাকাশ যাত্রা শুরু হয়। সাথে ছিলেন রাশিয়ার ওলেগ কোনোনেঙ্কো এবং নিকোলাই চাব। কোনোনেঙ্কো ও চাব স্টেশনে তাদের এক বছরের মিশন চালিয়ে যাচ্ছেন। নভিটস্কি এবং ভ্যাসিলেভস্কায়া গত ২৩শে মার্চ নাসার মহাকাশচারী ট্রেসি সি ডাইসনের সাথে সয়ুজ এমএস-২৫ মহাকাশযানে করে আইএসএসে যান।
আইএসএসে ওহারা হৃদরোগের স্বাস্থ্য, ক্যান্সারের চিকিৎসা ইত্যাদি বিষয়ের ওপর বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা পরিচালনা করেছেন। এছাড়াও নাসার আর্টেমিস প্রচারাভিযানের সাথে সামঞ্জস্য রেখে ও’হারা চাঁদে অনুসন্ধান এবং ভবিষ্যতে মঙ্গল গ্রহে মিশনের জন্য পথ প্রস্তুত করার ওপরেও কাজ করেছেন।