Monday, December 23, 2024
Home আন্তর্জাতিক চরমে নাইজার-বেনিন বিরোধের উত্তেজনা, সীমান্তে সংঘর্ষের আশঙ্কা

চরমে নাইজার-বেনিন বিরোধের উত্তেজনা, সীমান্তে সংঘর্ষের আশঙ্কা

by Hocchetaki
0 comment

পশ্চিম আফ্রিকার সামাজিক ও অর্থনৈতিক জোট ইকোয়াসের আরোপিত নিষেধাজ্ঞার জেরে শুরু হওয়া নাইজার ও বেনিনের মধ্যে বাণিজ্যিক বিরোধ নতুন পর্যায়ে পৌঁছেছে। গত মে মাস থেকে বিরোধে জড়িয়েছে দেশ দুটি।

সম্প্রতি নাইজারের পাঁচ নাগরিককে সেম বন্দরে অবৈধভাবে প্রবেশের অভিযোগে গ্রেফতার করেছে বেনিন।

নাগরিকদের গ্রেপ্তারের প্রতিক্রিয়ায় নাইজার বেনিনের বিরুদ্ধে অপহরণের অভিযোগ তুলেছে। নাইজার কর্তৃপক্ষ জানায়, তাদের তেল কোম্পানির কর্মীদের বন্দরে তেল লোডিং পরিচালনা করার সময় গ্রেফতার করা হয়েছে। অপরদিকে বেনিন দাবি করছে, আটককৃতদের মধ্যে দুজন নাইজারের সেনা সরকারে কাজ করেন। জাল কাগজপত্র ব্যবহার করে বন্দরে প্রবেশ করেছেন তারা।

মূলত সেম বন্দরকে কেন্দ্র করেই উত্তেজনা সৃষ্টি হয়েছে প্রতিবেশি দুই দেশের মধ্যে।

ভূমি-বেষ্টিত নাইজার তার তেলক্ষেত্র থেকে সেম বন্দরে পাইপলাইনের মাধ্যমে রপ্তানির উদ্দেশ্যে অপরিশোধিত তেল ট্যাংকারে লোড করে। কিন্তু মে মাসে, বেনিন নাইজারকে সীমান্ত পুনরায় খোলার অনুরোধ করে তেল রপ্তানিতে বাধা দেয়। চীনের হস্তক্ষেপে পরে তেল রপ্তানির অবরোধ তুলে নেওয়া হয়।

গত বছরের জুলাই মাসে সেনা অভ্যুত্থানের পর নাইজার তাদের সীমান্ত বন্ধ করে দেয়। বেনিনের অভিযোগ, বেনিন তাদের সীমান্ত পুনরায় খুলে দিলেও, নাইজার এখনও তা খোলেনি। অপরদিকে নাইজারের দাবি, বেনিনে অবস্থানরত ফ্রান্সের সৈন্যরা নাইজারকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে সেখানে অবস্থান করছে।

Source: https://www.africanews.com/2024/06/09/from-oil-to-arrests-niger-benin-row-escalates/ 

You may also like

Leave a Comment

হচ্ছেটা কী? একটি নিউজ ওয়েবসাইট এখানে আন্তর্জাতিক এবং দেশীয় সকল আপডেট নিউজগুলো নিয়মিত পাবলিশ করা হয় |

সর্বশেষ খবর

জনপ্রিয় খবর

হচ্ছেটাকী?
হচ্ছেটাকী?