Monday, December 23, 2024
Home আন্তর্জাতিক নাকবা উদযাপনে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের গ্রেপ্তার করেছে নিউইয়র্ক পুলিশ

নাকবা উদযাপনে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের গ্রেপ্তার করেছে নিউইয়র্ক পুলিশ

by Mr.Rocky
0 comment
নাকবা উদযাপনে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের গ্রেপ্তার করেছে নিউইয়র্ক পুলিশ

গাজা যুদ্ধের বিরুদ্ধে আন্দোলনকারীদের উপর সর্বশেষ ক্র্যাকডাউনে নিউইয়র্কের ব্রুকলিনে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে পুলিশ বেশ কয়েকজন বিক্ষোভকারীকে মারধর এবং গ্রেপ্তার করেছে।

বিক্ষোভকারীরা শনিবার দক্ষিণ-পশ্চিম ব্রুকলিনের বে রিজ এলাকায় জড়ো হয়েছিল ফিলিস্তিনপন্থীরা। সেখানে ফিলিস্তিনি এবং ইয়েমেনি বংশোদ্ভূতসহ বৃহৎ মুসলিম সম্প্রদায়ের বাসস্থান রয়েছে।

১৯৪৮ সালে ফিলিস্তিনিদের উপর চালানো জাতিগত হত্যাকান্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে প্রতিবছর নাকবা আয়োজন করে ফিলিস্তিনিরা।

ঘটনাস্থলে থাকা ফ্রিল্যান্স সাংবাদিক কেটি স্মিথ আল জাজিরাকে বলেছেন, “বিক্ষোভকারীরা রাস্তায় মিছিল করতে শুরু করার কিছুক্ষণ পরেই, নিউইয়র্ক পুলিশ বিভাগ পাশের রাস্তা থেকে এসে এলোমেলোভাবে লোকজনকে ধরতে শুরু করে।” শান্তিপূর্ণ আয়োজন থেকে কয়েকদফার গ্রেপ্তারকৃতদের উপর শারিরীক নির্যাতনের কথাও তুলে ধরেন স্মিথ।

এক দশকেরও বেশি সময় ধরে বে রিজ এলাকায় গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিপক্ষে বিভিন্ন ধরনের বিক্ষোভ আয়োজন করে আসছেন স্থানীয়রা। কিন্তু এর আগে এধরনের নৃশংস প্রতিক্রিয়া দেখায়নি সেখানকার পুলিশ বাহিনী।

স্থানীয় সূত্র জানায়, শনিবার শতাধিক আন্দোলনকারীদের ভীড়ের মধ্যে অন্তত ১২জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থল থেকে প্রাপ্ত ভিডিওগুলিতে দেখা গেছে, পুলিশ বিক্ষোভকারীদের টেনে নিয়ে যাচ্ছে। তাদেরকে হাতকড়া পড়িয়ে তোলা হচ্ছে পুলিশের ভ্যানে। এসময় আন্দোলনকারীরা চিৎকার করে গ্রেপ্তাকৃতদের ছেড়ে দেয়ার দাবি জানান।

মে মাসের শুরুতে কলম্বিয়া ইউনিভার্সিটির ক্যাম্পাসে গাজার যুদ্ধ বন্ধের দাবিতে বিক্ষোভে শত শত শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে নিউইয়র্ক পুলিশ।

Source: https://www.aljazeera.com/news/2024/5/19/new-york-police-violently-arrest-pro-palestine-protesters-marking-nakba 

You may also like

Leave a Comment

হচ্ছেটা কী? একটি নিউজ ওয়েবসাইট এখানে আন্তর্জাতিক এবং দেশীয় সকল আপডেট নিউজগুলো নিয়মিত পাবলিশ করা হয় |

সর্বশেষ খবর

জনপ্রিয় খবর

হচ্ছেটাকী?
হচ্ছেটাকী?