জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যুক্তরাষ্ট্রের গাজায় যুদ্ধ বিরতির খসড়া প্রস্তাবে ভেটো দিয়েছে চীন ও রাশিয়া। প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছিল ১১টি দেশ, বিপক্ষে ছিল ৩টি দেশ। ভোট দান থেকে বিরত ছিল ১টি দেশ। কিন্তু রাশিয়া ও চীনের ভেটোর ফলে নিরাপত্তা পরিষদে পাশ হয়নি প্রস্তাবটি।
মস্কো অভিযোগ করেছে যুক্তরাষ্ট্রের এই প্রস্তাব আদতে ইসরায়েলের উপর কোনো ধরনের চাপ প্রয়োগ করবে না। এটি একটি রাজনৈতিক খসড়া, যেখানে ইসরায়েলকে রাফায় অভিযান চালানোর জন্য “সবুজ সংকেত” দেয়া হয়েছে।
প্রায় একই ধরনের অভিযোগ করেছে চীনও। নিরাপত্তা পরিষদের নিযুক্ত চীনের রাষ্ট্রদূত বলেন, “প্রস্তাবটি খুবই একপেশে এবং অসম্পূর্ণ। তাই চীন এই প্রস্তাবে ভেটো প্রদান করেছে।”
যুক্তরাষ্ট্রের প্রস্তাবের বিপরীতে নতুন আরেকটি খসড়া প্রস্তাবের পরিকল্পনা করছে নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রগুলো। গাজা যুদ্ধবিরতি ইস্যুতে সেই খসড়া প্রস্তাবে সমর্থন জানাবে বলেছে জানিয়েছে রাশিয়া ও চীন।
এদিকে নিরাপত্তা পরিষদে খসড়া বিলটির বিপক্ষে ভোট দেয়ায় রাশিয়া, চীন ও আলজেরিয়ার প্রশংসা করেছে হামাস। এক বিবৃতিতে হামাস জানায়, প্রস্তাবটি পাশ হলে গাজায় ইসরায়েলি আগ্রাসন আরো তীব্রতা পেতো। এছাড়া প্রস্তাবটিতে কার্যকর কোনো যুদ্ধবিরতির সম্ভাবনা ছিল না।” পাশাপাশি ইসরায়েলের এই আগ্রাসনে সামরিক ও রাজনৈতিক ভাবে সহযোগিতা করার যুক্তরাষ্ট্রের নিন্দা জানিয়েছে সংগঠনটি।
Source: https://www.aljazeera.com/