মার্কিন যুক্তরাষ্ট্র বেশ কয়েকজন ইসরাইলি নাগরিক ও প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। পশ্চিম তীরে ফিলিস্তিনিদের প্রতি সহিংসতায় জড়িত থাকার অভিযোগে তাদের উপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
ফিলিস্তিনিদের উপর সহিংসতা ও তাদের সম্পদ দখলের দায়ে তিন ইসরাইলি ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা জারি করে আমেরিকা।
যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ স্টেট এবং ডিপার্টমেন্ট অফ ট্রেজারি ইসরাইলি নাগরিক ইস্যাচার ম্যান, রিউত বেন হাইম, ও এভিয়াড শ্লোমো সারিদ এর উপর নিষেধাজ্ঞা জারি করে। এসময় অবৈধ ইসরাইলি বসতি স্থাপনকারী চার প্রতিষ্ঠান ম্যান ফার্ম, মেইটারিম ফার্ম, হামাহোছ ফার্ম এবং নিরিয়াস ফার্মের উপর নিষেধাজ্ঞা দেয়া হয়।
একইসাথে অবৈধ ইসরাইলি বসতি স্থাপনকারীদের আশ্রয়দাতা একটি সংগঠন লেহাভা গ্রুপকে কালো তালিকাভুক্ত করা হয়। মার্কিন প্রশাসন এই গ্রুপটিকে ইসরাইলের সর্ববৃহৎ সহিংস চরমপন্থী গ্রুপ হিসেবে চিহ্নিত করেছে। এ সংগঠনের প্রায় দশ হাজারেরও বেশি সক্রিয় সদস্য রয়েছে।
গতকাল বৃস্পতিবার ইউএস স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন আমেরিকা পশ্চিম তীরের অস্থিতিশীলতা ও সহিংসতা নিয়ে উদ্বিগ্ন। এবং এই বিষয়টি ইসরাইলের নিজেদের সামগ্রিক নিরাপত্তার জন্যও হুমকিস্বরূপ।
মিলার বলেন আমরা ইসরাইল সরকারের কাছে আহ্বান জানাই তারা যেনো এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে জরুরীভাবে ব্যবস্থা গ্রহণ করে। তারা যদি এধরনের কোনো উদ্যোগ না নেয়া তাহলে যুক্তরাষ্ট্র নিজেদের মত করে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
উক্ত নিষেধাজ্ঞার ফলে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান যুক্তরাস্ট্রে তাদের কোনো অর্থ বা সম্পদ ব্যবহার করতে পারবে না। এবং কোনো মার্কিন নাগরিকও তাদের সাথে বাণিজ্য পরিচালনা করতে পারবে না।
লেহাভা গ্রুপ এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় উক্ত নিষেধাজ্ঞার নিন্দা জানায় ও তাদের কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেয়। তারা জানায় বাইডেন প্রশাসনের কোনো ব্যবস্থা তাদেরকে দমিয়ে রাখতে পারবে না। তারা তাদের চরমপন্থী কার্যক্রম পরিচালনা অব্যাহত রাখবে।
ইউরোপীয় ইউনিয়ন এই বছরের শুরুতেই ফিলিস্তিনিদের উপর সহিংসতার ঘটনায় লেহাভা গ্রুপের উপর ভিসা ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে।
সম্প্রতি গাজায় হামাস ইজরাইল যুদ্ধ শুরু হবার পর থেকে পশ্চিম তীরেও সহিংসতা বৃদ্ধি পেয়েছে। এসময় অন্তত ৫৫৩ জন ফিলিস্তিনি ইসরাইলি বাহিনীর হাতে নিহত হয় এবং অন্তত ৯৫১০ জন গ্রেপ্তারের শিকার হয়।
পশ্চিম তীরে প্রায় ৩ মিলিয়ন ফিলিস্তিনি ও পাঁচ লাখ ইসরাইলি বসবাস করছে। এসব ইসরাইলিদের জন্য সেখানে প্রায় ১০০ টি অবৈধ বসতি রয়েছে। ইসরাইল সম্প্রতি পশ্চিম তীরে আরও ৫২৯৫ টি নতুন আবাসন ইউনিট স্থাপনের অনুমোদন দিয়েছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী এসব বসতি স্থাপন সম্পূর্ণ অবৈধ।