শুক্রবার সকালে নেপালের মাদান-আশ্রিত মহাসড়কে ভূমিধসে ত্রিশূলী নদীতে পড়ে যায় দুইটি যাত্রীবাহী বাস। এই ঘটনায় দুই বাসের মোট ৬৩ জন যাত্রী নিখোঁজ রয়েছে। কাঠমান্ডুগামী অ্যাঞ্জেল বাস এবং গণপতি ডিলাক্স বাস দুটি স্থানীয় সময় আনুমানিক ভোর সাড়ে তিনটায় ভূমিধসের কারণে নদীতে পড়ে যায়।
চিতওয়ানের প্রধান জেলা কর্মকর্তা ইন্দ্রদেব যাদব এএনআইকে জানান, বাসগুলো মহাসড়ক ধরে রাজধানী কাঠমান্ডুর দিকে যাচ্ছিলো। আকস্মিক ভূমিধসের সরে আসা মাটি বাস দুটিকে ধাক্কা দিয়ে নদীতে ফেল দেয়। প্রাথমিক তথ্য অনুযায়ী, দুটি বাসেই বাসচালকসহ মোট ৬৩ জন যাত্রী ছিল। ভূমিধস প্রায় ৩:৩০ টার দিকে ঘটে। আমরা ঘটনাস্থলে আছি এবং উদ্ধার অভিযান চলছে। তবে অবিরাম বৃষ্টিপাতে আমাদের উদ্ধার প্রচেষ্টা ব্যাহত হচ্ছে।
নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল সকল সরকারি সংস্থাকে যাত্রীদের অনুসন্ধান ও উদ্ধারকাজে সহায়তা করতে নির্দেশ দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ এক পোস্টে তিনি দূর্ঘটনায় নিখোঁজ যাত্রীদের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন।
এদিকে, প্রতিকূল আবহাওয়ার কারণে কাঠমান্ডু থেকে ভরতপুরে সব ফ্লাইট আজকের জন্য বাতিল করা হয়েছে বলে জানিয়েছে সংবাদসংস্থা এএনআই।
গেলো সপ্তাহে নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বর্ষা মৌসুম শুরুর পর থেকে নেপালে বৃষ্টিজনিত ঘটনায় অন্তত ৬২ জন নিহত হয়েছে এবং ৯০ জন আহত হওয়ার তথ্য জানান। এর মধ্যে ভূমিধসে ৩৪ জন এবং বন্যায় ২৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এখনও পর্যন্ত সাতজন নিখোঁজ রয়েছে। সাম্প্রতিক এই প্রাকৃতিক দুর্যোগে মোট ১,০৫৮টি পরিবার বাস্তুচ্যুত হয়েছে।