Monday, December 23, 2024
Home আরববিশ্ব ন্যাটোর সম্মেলনে গাজায় ইসরাইলের বর্বরতার প্রতিবাদ জানান এরদোগান 

ন্যাটোর সম্মেলনে গাজায় ইসরাইলের বর্বরতার প্রতিবাদ জানান এরদোগান 

by Hocchetaki
0 comment
ন্যাটোর সম্মেলনে গাজায় ইসরাইলের বর্বরতার প্রতিবাদ জানান এরদোগান 

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোগান স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে ন্যাটোর ইসরাইলের সাথে কোনো ধরনের সহযোগিতার চেষ্টা মেনে নেয়া হবে না। 

ন্যাটোর সম্মেলন শেষে ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে এরদোগান বলেন ইসরাইলি প্রশাসন ন্যাটোর সাথে কোনো ধরনের অংশীদারিত্বের সম্পর্ক চালিয়ে যেতে পারে না। কারণ তারা আমাদের জোটের মৌলিক মূল্যবোধকে প্রতিনিয়ত পদদলিত করছে। 

৩২ টি রাষ্ট্র সামরিক জোট ন্যাটোর সদস্য। ছাড়াও জোটটি আরও অনেক দেশ ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সহযোগিতার সম্পর্ক বজায় রাখে। 

ন্যাটোর ৭৫তম সম্মেলনে এরদোগান ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি নৃশংসতার কথা তুলে ধরেন। এবিষয়ে তিনি বিশ্ব নেতাদের মনোযোগ আকৃষ্ট করতে চেষ্টা করেন। তিনি বলেন ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বেপরোয়া মনোভাব শুধুমাত্র ইসরাইলেরই নয় পুরো অঞ্চলের সামগ্রিক নিরাপত্তার জন্য হুমকি। 

ফিলিস্তিনে একটি স্থায়ী সমাধান এবং শান্তি প্রতিষ্ঠিত হওয়ার আগে ন্যাটো কোনভাবেই ইজরাইলের সাথে সহযোগিতাপূর্ণ সম্পর্ক স্থাপনের চেষ্টা করতে পারে না। 

তিনি আশা করেন আন্তর্জাতিক বিশ্ব ১৯৬৭ এর বর্ডার অনুসারে ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে একটি দ্বিরাষ্ট্র সমাধানের উদ্যোগ নেবে। তিনি বলেন শত চাপের মধ্যেও অন্যান্য রাষ্ট্র দিন দিন ফিলিস্তিনের প্রতি সমর্থন বাড়াচ্ছে। 

তিনি অন্যান্য রাষ্ট্রকে নেতানিয়াহু প্রশাসনের প্রতি চাপ বাড়াতে আহ্বান জানান। তিনি বলেন তুরস্ক যুদ্ধবিরতির বিষয়ে যে কোন উদ্যোগ নিতে প্রস্তুত।

চলমান যুদ্ধে এপ্রযন্ত প্রায় ৩৮ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। 

সোর্স: https://www.trtworld.com/turkiye/turkiye-rejects-nato-cooperation-with-israel-president-erdogan-18182923

You may also like

Leave a Comment

হচ্ছেটা কী? একটি নিউজ ওয়েবসাইট এখানে আন্তর্জাতিক এবং দেশীয় সকল আপডেট নিউজগুলো নিয়মিত পাবলিশ করা হয় |

সর্বশেষ খবর

জনপ্রিয় খবর

হচ্ছেটাকী?
হচ্ছেটাকী?