Sunday, January 12, 2025
Home পাকিস্তান পাকিস্তানে দুই বছরের মধ্যে সর্বনিম্ন মুদ্রাস্ফীতি!

পাকিস্তানে দুই বছরের মধ্যে সর্বনিম্ন মুদ্রাস্ফীতি!

by Mr.Rocky
0 comment
পাকিস্তানে দুই বছরের মধ্যে সর্বনিম্ন মুদ্রাস্ফীতি!

ভঙ্গুর অর্থনীতির দৈন্য দশায় নতুন স্বস্তির খবর এলো পাকিস্তানের জন্যে। পাকিস্তান পরিসংখ্যান ব্যুরোর (পিবিএস) দেওয়া তথ্য অনুযায়ী,  এপ্রিলে  দেশটির মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ১৭ দশমিক ৩ শতাংশে। যা গত দুই বছরের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতির হার। 

গত বছরের মে মাস থেকে পাকিস্তানের মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী ছিল।  এমনকি গত মে মাসে রেকর্ড করা হয়েছিল ৩৮ শতাংশ মূল্যস্ফীতি।  IMF ঋণের শর্ত জুড়ি পূরণের অংশ হিসেবে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের ফলেই মূল্যস্ফীতি কিছুটা কমেছে বলে মনে করা হচ্ছে।

এপ্রিলে মাসিক হিসাবে মূল্যস্ফীতির হার কমেছে ০.৪ শতাংশ।  এটি আগের মাসের চেয়ে নেতিবাচক বৃদ্ধি, যা জুন ২০২৩ সালের পর প্রথম দেখা গেল।

প্রধানত খাদ্যপণ্যের মূল্য স্থিতিশীল থাকায় মোট মূল্যস্ফীতি হ্রাস পেয়েছে।  পিবিএসের তথ্যানুযায়ী, এপ্রিলে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৫২ শতাংশ।  গত মার্চ মাসে এটি ছিল ১৩ দশমিক ৩৭ শতাংশ। পাকিস্তানের অর্থ মন্ত্রণালয় মূল্যস্ফীতি আরও কমিয়ে আনতে আশাবাদী।

মাসিক অর্থনৈতিক প্রতিবেদনে তারা জানিয়েছে, এপ্রিলে মূল্যস্ফীতি ১৮ দশমিক ৫ শতাংশ থেকে ১৯ দশমিক ৫ শতাংশের মধ্যে থাকবে বলে আশা করা হয়েছিল। এর চেয়েও কমেছে বলে মন্ত্রণালয় সন্তুষ্ট।

বেসরকারি গবেষণা সংস্থা ফ্রিডম রিসার্চ ভেঞ্চার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ফয়সাল কামরান আশা করছেন, আগামী পাঁচ-ছয় মাসের মধ্যে মূল্যস্ফীতি একক সংখ্যায় নেমে আসবে।  তিনি মনে করেন, খাদ্য উৎপাদন বাড়ানোর সরকারি উদ্যোগগুলো ফলপ্রসূ হলে মূল্যস্ফীতি আরও কমবে।

Source:https://www.dawn.com/news/1831013/inflation-slows-to-173pc-for-april-lowest-in-nearly-two-years

You may also like

Leave a Comment

হচ্ছেটা কী? একটি নিউজ ওয়েবসাইট এখানে আন্তর্জাতিক এবং দেশীয় সকল আপডেট নিউজগুলো নিয়মিত পাবলিশ করা হয় |

সর্বশেষ খবর

জনপ্রিয় খবর

হচ্ছেটাকী?
হচ্ছেটাকী?