পাকিস্তানের খাইবার পাখতুনখওয়া প্রদেশে প্রবল বৃষ্টি ও তুষারপাতের ঘটনায় ১৮ শিশুসহ অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে।
খাইবার পাখতুনখওয়ার অধিকাংশ এলাকায় টানা তিন দিন ধরে বৃষ্টি ও তুষারপাত হচ্ছে। বৃষ্টির মধ্যে হড়কা বানে ও তুষারের চাপে অন্তত ৩৩টি বাড়ি ধ্বংস হয়েছে, ১২৯টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
খাইবার পাখতুনখওয়া প্রদেশে খাইবার জেলায় ছয়জন, বাজাউরে পাঁচজন, মালাকান্ড ও সোয়াতে চারজন করে, নিম্ন দিরে তিনজন এবং লাক্কি মারাওয়াতে একজন ও মারদানে আরেকজনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে পাকিস্তানের কেন্দ্রশাসিত অঞ্চল গিলগিট-বালতিস্তানে ব্যাপক ভূমিধসের ঘটনায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মহাসড়ক বন্ধ হয়ে থাকায় ওই অঞ্চলের হাজার হাজার মানুষ বিচ্ছিন্ন অবস্থায় আটকা পড়ে যায়। ফলে অঞ্চলটির বিভিন্ন অংশে বিভিন্ন দেশের হাজার হাজার পর্যটক আটকা পড়ে আছে।
অঞ্চলটির অনেক এলাকায় বিদ্যুৎ, পানি সরবরাহ ও টেলিযোগাযোগ পরিষেবা মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে।
অন্যদিকে বেলুচিস্তান প্রদেশের কোয়েটায় তাপমাত্রা শূন্য ডিগ্রির নিচে নেমে যাওয়ায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। লোকজন ঘরবাড়ি থেকে বের হচ্ছে না আর রাস্তায়ও তেমন লোকজন নেই।