Monday, December 23, 2024
Home চীন পাকিস্তানে বাড়ছে চীনা কর্মীদের প্রতি সন্ত্রাস আক্রমন৷ আগামী সপ্তাহে বেইজিং যাচ্ছেন নেওয়াজ শরীফ! 

পাকিস্তানে বাড়ছে চীনা কর্মীদের প্রতি সন্ত্রাস আক্রমন৷ আগামী সপ্তাহে বেইজিং যাচ্ছেন নেওয়াজ শরীফ! 

by Mr.Rocky
0 comment
পাকিস্তানে বাড়ছে চীনা কর্মীদের প্রতি সন্ত্রাস আক্রমন৷

গত সপ্তাহে পাকিস্তানে কর্মরত চীনা কর্মীদের ওপর সন্ত্রাস হামলার প্রবণতা বেড়েছে৷ সর্বশেষ মঙ্গলবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর কাইবারে বোমা হামলা চালিয়েছে সন্ত্রাসী গোষ্ঠী৷ বোমা হামলার ঘটনাটি অস্বীকার করেছে পাকিস্তানি তালেবান৷ 

অধিকাংশ হামলা চালানো হচ্ছে, অবকাঠামোগত প্রজেক্টগুলিতে, যার প্রায় সবকটিতেই কাজ করছে চীনের কর্মীরা। 

সর্বশেষ বোমা বিস্ফোরণটি ঘটে পাকিস্তানের সবচেয়ে বৃহৎ হাইড্রোপড প্রজেক্ট ডাসু ড্যামে৷ 

এতে নিহত ৫ জনই চীনের কর্মী। তবে এটি প্রথম নয়, এর আগে ২০২১ সালে ডাসু ড্যামে ঘটেছিলো আরেকটি বোমা হামলা, যাতে নিহত হন ১৩ দেশী-বিদেশী কর্মী! 

এমতাবস্থায় পাকিস্তানে চীনের সহায়তায় পরিচালিত প্রকল্পগুলির কাজ বন্ধ রাখার নির্দেশ বেইজিং এর। যাতে স্থবির হয়ে পড়েছে বিলিয়ন ডলারের প্রজেক্ট, যেখানে হাজার-হাজার চিনা কর্মী কর্মরত। 

বেইজিং এর দাবী, দ্রুত সন্ত্রাসীদের আইনের আয়তায় অন্তর্ভুক্ত করা। এবং এর জন্য ইসলামাবাদকে যথাযথ পদক্ষেপ নিতেও পরামর্শ তাদের৷ 

এমতাবস্থায় কপালে চিন্তার ভাজ পাকিস্তান সরকার প্রধানের৷ পরিস্থিতি সামাল দিতে এই সপ্তাহে বেইজিং ভ্রমনের সিদ্ধান্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী নেওয়াজ শরীফের। 

এর আগে, গত সপ্তাহের শুরুতে ঘটে পাকিস্তানি সামরিক বাহীনির ওপর সন্ত্রাসী আক্রমণের ঘটনা। পাকিস্তানের বেলুচিস্তান থেকে পরিচালিত একদল সন্ত্রাসীদের সাথে পাকিস্তানী সৈন্যদের গুলি বিনিময় হয়৷ এতে নিহত হন এক সেনা কর্মকর্তা। একই সাথে ৫ জন সন্ত্রাসীদের মৃত্যু নিশ্চিত করে পাকিস্তান সামরিক বাহীনি! 

You may also like

Leave a Comment

হচ্ছেটা কী? একটি নিউজ ওয়েবসাইট এখানে আন্তর্জাতিক এবং দেশীয় সকল আপডেট নিউজগুলো নিয়মিত পাবলিশ করা হয় |

সর্বশেষ খবর

জনপ্রিয় খবর

হচ্ছেটাকী?
হচ্ছেটাকী?