আরববিশ্ব ডেস্ক।।
সৌদি আরবে গত এক সপ্তাহে আরও প্রায় ২৩ হাজার ৪০ জন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। যার ভেতর গতকালকেই গ্রেপ্তার করা হয়েছে ১৯ হাজার ৪৩১ জনকে। দেশটির আবাসিক, শ্রম এবং সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘন করায় তাদের গ্রেপ্তার করা হয়। পবিত্র রমজান শুরুর আগে ২৯ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত চলা এই সাপ্তাহিক অভিযানে গ্রেপ্তারের সংখ্যা গত দুই বছরের মধ্যে সবচেয়ে বেশি। গতকাল রবিবার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
গ্রেপ্তারদের মধ্যে দেশটির আবাসিক আইন লঙ্ঘনকারী ১২ হাজার ৯৫১ জন, সীমান্ত নিরাপত্তা নিয়ম লঙ্ঘনকারী ছয় হাজার ৫৯২ জন এবং শ্রম বিধি লঙ্ঘনকারী তিন হাজার ৪৯৭ জন। একটি সৌদি সংবাদপত্র অনুযায়ী, ২০২১ সালের জুলাই থেকে সাপ্তাহিক অভিযান অব্যাহত রেখেছে সৌদি। এর আগে এক সপ্তাহে সর্বোচ্চ গ্রেপ্তার হয়েছিল ১৯ হাজার ৮১২ জন।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, যারা অনুপ্রবেশকারীদের দেশে প্রবেশের সুবিধা দেবে বা তাদের পরিবহন, আশ্রয় বা যে কোনো ধরনের সহায়তা দেবে তাদের সর্বোচ্চ ১৫ বছরের জেল এবং এক মিলিয়ন সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। সেই সঙ্গে পরিবহন এবং বাসস্থান বাজেয়াপ্ত করা হবে।
আরও পড়ুন: পবিত্র রমজান মাস উপলক্ষ্যে মক্কার ১২ হাজার মসজিদ বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে