শনিবারে পশ্চিম লুইসভিলের একটি নাইটক্লাবে বন্দুকধারীর হামলায় এক জন নিহত এবং সাত জন আহত হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা এখনও আশঙ্কাজনক।
লুইসভিল মেট্রো পুলিশ বিভাগের কর্মকর্তারা রাত প্রায় ১টার দিকে রাসেল নামক এলাকার, এইচ ২০ লাউঞ্জে পৌঁছান। ঘটনাস্থলে পৌঁছানোর পরপরই তারা একাধিক গুলিবিদ্ধ দুই ব্যক্তিকে খুঁজে পান। গুলিবিদ্ধদের মধ্যে একজনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়।
দ্বিতীয় ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় ইউনিভার্সিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার বর্তমান অবস্থার কোনও সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
স্থানীয় হাসপাতালের চিকিৎসকরা পুলিশকে আরও ছয় জন আহত হওয়ার তথ্য প্রদান করেন। পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে কেউ কেউ নিজেরাই হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন। তাদের আঘাতগুলো প্রাণঘাতী নয় বলে মনে করা হচ্ছে।
পুলিশের পক্ষ থেকে, এখন পর্যন্ত হামলার বিষয়ে খুব কম তথ্য প্রকাশ করা হয়েছে এবং ঘটনায় জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
তবে পুলিশ ও কতৃপক্ষ জানিয়েছে, নাইটক্লাবে হামলার ঘটনায় এখনও তদন্ত চলমান।