Monday, December 23, 2024
Home পাকিস্তান পাকিস্তানে অর্থনৈতিক সংকটের জন্য বেতন নেবেন না নতুন প্রেসিডেন্ট জারদারি 

পাকিস্তানে অর্থনৈতিক সংকটের জন্য বেতন নেবেন না নতুন প্রেসিডেন্ট জারদারি 

by Md Nayem
0 comment
পাকিস্তানে অর্থনৈতিক সংকটের জন্য বেতন নেবেন না নতুন প্রেসিডেন্ট জারদারি

মহাকাশ ডেস্ক।।

পাকিস্তানের অর্থনৈতিক সংকটের কারণে বেতন নেবেন না বলে জানিয়েছেন দেশটির নতুন প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি।  প্রেসিডেন্টের সচিবালয় থেকে  বলা হয়েছে, প্রেসিডেন্ট জারদারি সিদ্ধান্ত নিয়েছেন, রাষ্ট্রপ্রধানের পদে থাকা অবস্থায় বেতন নেবেন না তিনি। 

অর্থনৈতিক সংকটকালে দেশের দূরদর্শী আর্থিক ব্যবস্থাপনাকে উৎসাহিত করার জন্য তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। শুধু প্রেসিডেন্ট জারদারি নন, সংকটকালীন পরিস্থিতিতে বেতন না নেওয়ার কথা জানিয়েছেন পাকিস্তানের নবনিযুক্ত স্বরাষ্ট্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণবিষয়ক মন্ত্রী মহসিন নাকভি।

নাকভি বলেন, ‘এমন চ্যালেঞ্জিং সময়ে আমাদের সরোকার সম্ভাব্য সব উপায়ে দেশের সেবা করার জন্য প্রস্তুত রয়েছি।’ 

গত সোমবার পাকিস্তানে নতুন মন্ত্রিসভা গঠন করেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ১৯ সদস্যের মন্ত্রিসভাকে শপথ পড়ান প্রেসিডেন্ট জারদারি। পরে মহসিন নাকভিকে স্বরাষ্ট্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।

এর আগে গত শনিবার দেশের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন পাকিস্তান পিপলস পার্টির  কো–চেয়ারম্যান আসিফ আলী জারদারি। এর মধ্য দিয়ে আসিফ আলী জারদারি দ্বিতীয়বারের মতো পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচিত হন। এর আগে ২০০৮ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন তিনি।

আরও পড়ুন: দ্বিতীয় মেয়াদে পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন জারদারি

You may also like

Leave a Comment

হচ্ছেটা কী? একটি নিউজ ওয়েবসাইট এখানে আন্তর্জাতিক এবং দেশীয় সকল আপডেট নিউজগুলো নিয়মিত পাবলিশ করা হয় |

সর্বশেষ খবর

জনপ্রিয় খবর

হচ্ছেটাকী?
হচ্ছেটাকী?