খাইবার প্রদেশের মারদান জেলার একটি ব্রিজের কাছে পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা বিস্ফোরণ করা হয়। এতে হতাহতের ঘটনা ঘটেছে।
খাইবার প্রদেশের স্থানীয় পুলিশ সুপার খালিদ খান জানান অজ্ঞাত সন্ত্রাসীদের করা বোমা হামলায় একটি রিকশা ও পুলিশের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এসময় রিকশায় থাকা তিন জন নিহত হয়েছে এবং আরও সাত জন আহত হয়েছে। আহতদের মধ্যে দুইজন পুলিশ সদস্য রয়েছে।
তিনি আরও জানান এ ঘটনার পর আশেপাশের এলাকাজুড়ে ব্যাপক অনুসন্ধান অভিযান পরিচালনা করা হয়। এসময় আহতদের তেহসিল হেডকোয়ার্টার হাসপাতালে ভর্তি করা হয় এবং আহত পুলিশ সদস্যদের মারদান মেডিকেল কমপ্লেক্সে নেয়া হয়।
পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রী মহসীন নাকভি এ ঘটনার নিন্দা জানিয়েছেন। এবং এসময় তিনি হতাহতদের প্রতি সমবেদনা জানান। খাইবার প্রদেশের গভর্নর ফয়সাল কারীম কুন্দিও হামলার নিন্দা করে হতাহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এর আগে সপ্তাহ খানেক আগেই কালাত জেলায় নিরাপত্তা বাহিনীর গাড়ি লক্ষ্য করে চালানো হামলায় এক নিরাপত্তা কর্মী নিহত ও চার জন হয়েছিল।
পাকিস্তানে সম্প্রতি নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে এধরনের সন্ত্রাসী হামলা বৃদ্ধি পেয়েছে। ২০২২ সালের নভেম্বর মাসে তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) কে নিষিদ্ধ করার পর থেকেই দেশটিতে নিরাপত্তা বাহিনীর উপর সন্ত্রাসী হামলা বৃদ্ধি পেয়েছে।
গতমাসে পাকিস্তান সরকার সন্ত্রাসবাদ দমনে অপারেশন আজম্-এ-ইস্তেহকাম (Azm-e-Istehkam) নামে এক বিশেষ অভিযান শুরু করেছে।