সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান জাতীয় কনভেনশনে বিজয়ী নায়কের মতো সংবর্ধনা পেয়েছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। হত্যা প্রচেষ্টার পর প্রথমবারের মতো প্রকাশ্যে জনসম্মুখে আসলেন ট্রাম্প। গত শনিবার পেনসিলভানিয়ার বাটলারে একটি প্রচারণা র্যালিতে এক হত্যাচেষ্টাকারীর বুলেটে আঘাতপ্রাপ্ত হন সাবেক এই প্রেসিডেন্ট।
সোমবার ট্রাম্প সোমবার উইসকনসিনের মিলওয়াকির ফিসার্ভ ফোরামে উপস্থিত হলে, উল্লাসধ্বনি করেন সমর্থকরা। এসময় তার ডান কানে ব্যান্ডেজ দেখা গেছে। জনপ্রিয় সঙ্গীতশিল্পী লি গ্রিনউড এর “গড ব্লেস দ্য ইউএসএ” গানের সঙ্গে মঞ্চে আগমন ঘটে ট্রাম্পের। এসময় হাসি এবং হাত নাড়িয়ে ভক্তদের উদ্দেশ্যে সাড়া দেন তিনি।
পরে ভিআইপি বক্সে রিপাবলিকান ভাইস প্রেসিডেন্সিয়াল রানিং মেট ওহাইও সিনেটর জেডি ভ্যান্সের পাশে আসন গ্রহণ করেন ট্রাম্প। রিপাবলিকান জাতীয় কনভেনশনে বক্তারা ট্রাম্পের জীবন রক্ষার জন্য ঈশ্বরের ধন্যবাদ জানান এবং ধর্মীয় প্রতীকীর মাধ্যমে বিষয়টি তুলে ধরেন। এসময় ট্রাম্পের উপর আক্রমণের জন্য ডেমোক্র্যাট ও দেশের ভঙ্গুর নিরাপত্তা ব্যবস্থাকে দায়ী করেন অনেক রিপাবলিকান নেতা।
কনভেনশনে যোগ দেয়ার কয়েক ঘন্টা আগে একটি বড় আইনি জয় পেয়েছেন ট্রাম্প। ফ্লোরিডার একটি বিচারিক আদালত তার বিরুদ্ধে আনীত তিনটি অপরাধমূলক মামলা সেদিন খারিজ করে দেয়।
চারদিনের এই অনুষ্ঠানে দেশবাসীকে ঐক্যের ডাক দেয়াই মূল লক্ষ্য হবে বলে ইংগিত দিয়েছেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প। সম্মেলনে সম্পূর্ণ আলাদাভাবে একটি ভাষণ প্রদান করবেন তিনি।
এদিকে সোমবার এক টেলিভিশন সাক্ষাৎকারে ট্রাম্পকে “বুলস-আই” করার কথা বলা একটি ভুল ছিল বলে স্বীকার করেন প্রেসিডেন্ট জো বাইডেন। কিন্তু রিপাবলিকান প্রতিদ্বন্দ্বীকে এখনো গণতন্ত্রের জন্য হুমকি হিসেবে বর্ণনা করেন বাইডেন।
রাজনৈতিক বিশ্লেষকরা ধারণা করেছেন ট্রাম্পের উপর এই আক্রমণ আগামী নভেম্বরের মার্কিন নির্বাচনে যথেষ্ট প্রভাব ফেলবে। গুরুত্বপূর্ণ সুইং স্টেটগুলোর পাল্লা ট্রাম্পের দিকেই ভারী হওয়ার পক্ষে মত তাদের। এছারাও বিভিন্ন জরিপে প্রেসিডেন্ট নির্বাচনের দৌঁড়ে বাইডেনের তুলনায় অনেকটাই এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প।