লিবিয়া থেকে আলজেরিয়া যাওয়ার পথে মরুভূমিতে পথ হারিয়ে ফেলেন সিরীয় শরণার্থীরা। এতে মরুভূমির কঠোর পরিবেশে মৃত্যুবরণ করেন বেশ কয়েকজন। এমনকি এখনো নিখোঁজ অনেকে।
আলজেরিয়ার মরুভূমি থেকে ১২ সিরীয় শরণার্থীসহ মোট ১৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া এখনও ৫ জন নিখোঁজ রয়েছে। এ খবর নিশ্চিত করেছে আলজেরিয়ায় নিযুক্ত সিরিয়ার দূতাবাস। নিখোঁজদের সন্ধানে এখনো উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
উদ্ধার অভিযান পরিচালনাকারী সংগঠনটি বলছে তারা এ পর্যন্ত ১৪ জনের মৃতদেহ উদ্ধার করেছে। নিহতদের মধ্যে ১২ জন সিরীয় নাগরিক এবং বাকি দুজন আলজেরিয়ার নাগরিক। এদের মধ্যে ১০ বছর এবং ১৬ বছর বয়সী দুই শিশু রয়েছে।
অনেক সিরীয় নাগরিকসহ অন্যান্য শরণার্থীরা ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার জন্য উত্তর আফ্রিকাতে আসে। ২০১৬ সালেও ২২ সিরীয় শরণার্থী আলজেরিয়ার মরুভূমিতে হারিয়ে গিয়েছিল। পরে আলজেরিয়ার সেনাবাহিনী তাদেরকে উদ্ধার করে।
জাতিসংঘের মতে সিরিয়ার গৃহযুদ্ধের ফলে ১৩.৮ মিলিয়ন মানুষ নিজেদের বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। যা বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী সংকট তৈরি করেছে।
Source: https://www.arabnews.com/node/2545991/middle-east