Monday, December 23, 2024
Home আন্তর্জাতিক ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ প্রদানের প্রস্তাব পাশ

ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ প্রদানের প্রস্তাব পাশ

by Mr.Rocky
0 comment
ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ প্রদানের প্রস্তাব পাশ

জাতিসংঘের পূর্ণ সদস্যপদের দাবিদার হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়ে সংস্থাটির সাধারণ পরিষদে একটি প্রস্তাব পাস হয়েছে। প্রস্তাবে ফিলিস্তিনকে সদস্যপদ দেওয়ার বিষয়টি ইতিবাচকভাবে পুনর্বিবেচনার জন্য নিরাপত্তা পরিষদের প্রতিও সুপারিশ করা হয়েছে।

১৯৩ সদস্য রাষ্ট্রের মধ্যে ১৪৩টি রাষ্ট্র প্রস্তাবের পক্ষে, ৯টি রাষ্ট্র বিপক্ষে ভোট দেয়। তবে ২৫টি রাষ্ট্র ভোটদানে বিরত ছিল। গাজায় হামলা বন্ধের তাগিদ দিয়ে এলেও, বরাবরের মতো ইসরায়েলের পক্ষ নিয়ে প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে তাদের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র। 

আজ বিশেষ জরুরি বৈঠকে ফিলিস্তিনকে রাষ্ট্রের ‘অধিকার ও সুযোগ-সুবিধা’ দিয়ে জাতিসংঘের ১৯৪তম সদস্য করতে নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানায় সাধারণ পরিষদ। এই ভোটে ফিলিস্তিনের পক্ষে বৈশ্বিক জনমতের প্রতিফলন দেখা গেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সাধারণ পরিষদে নিরঙ্কুশ সমর্থন পাওয়ার পরও অবশ্য জাতিসংঘের পূর্ণ সদস্যপদ পাচ্ছে না ফিলিস্তিন। তবে নিপীড়িত জাতিটিকে জাতিসংঘে যুক্ত করার পক্ষে এটি একটি বৈশ্বিক স্বীকৃতি হিসেবে কাজ করবে বলে অভিমত অনেকের। এর আগে গত মাসে নিরাপত্তা পরিষদে তোলা একই ধরনের প্রস্তাব খারিজ হয় যুক্তরাষ্ট্রের ভেটো ক্ষমতা প্রয়োগে।

২০১১ সালে পূর্ণ সদস্য রাষ্ট্র হওয়ার জন্য প্রথমবারের মতো আবেদন করেছিল ফিলিস্তিন। এরপর গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের মধ্যে ফিলিস্তিন গত মাসের শুরুতে আবারও সদস্যপদের জন্য আবেদন করে।

বিশাল ব্যবধানে ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দেওয়ার এ প্রস্তাব পাসের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন জাতিসংঘের ইসরায়েলি রাষ্ট্রদূত গিলাড এরডান। তিনি বলেছেন, জাতিসংঘ এখন ‘সন্ত্রাসী একটি রাষ্ট্রকে’ স্বাগত জানাচ্ছে।

Source: https://www.aljazeera.com/news/2024/5/10/un-general-assembly-backs-palestinian-bid-for-membership

You may also like

Leave a Comment

হচ্ছেটা কী? একটি নিউজ ওয়েবসাইট এখানে আন্তর্জাতিক এবং দেশীয় সকল আপডেট নিউজগুলো নিয়মিত পাবলিশ করা হয় |

সর্বশেষ খবর

জনপ্রিয় খবর

হচ্ছেটাকী?
হচ্ছেটাকী?