ইউরোপের দেশ আয়ারল্যান্ড এবং নরওয়ে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার জন্য প্রস্তুতি শুরু করেছে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সাথে বৈঠকের পরে পৃথকভাবে এই সিদ্ধান্তের কথা জানায় দেশগুলি।
শুক্রবার ডাবলিনে সানচেজের সাথে সাক্ষাতের পর আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস জানান আয়ারল্যান্ড শীঘ্রই ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে চায়। তবে স্পেন এবং অন্যান্য ইউরোপীয় দেশগুলির সাথে সমন্বিত পদক্ষেপে এই স্বীকৃতি প্রদান করবে তারা।
এর আগে সানচেজের অসলো ভ্রমণে নরওয়েজিয়ান প্রধানমন্ত্রী জোনাস গহর জানান তার দেশও ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে।
সানচেজ জানান, গাজায় শান্তি প্রক্রিয়া গতিশীল করার জন্য স্পেন যত তাড়াতাড়ি সম্ভব ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে চায়।
গাজায় ইসরায়েলের আক্রমণের পরিস্থিতি পর্যালোচনা করে ইউরোপের বেশ কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পদক্ষেপ বিবেচনা করছে। গত মাসে, স্পেন, আয়ারল্যান্ড, মাল্টা এবং স্লোভেনিয়া ঘোষণা করেছে দেশগুলো ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির জন্য যৌথভাবে কাজ করবে।
ইচ্ছুক দেশগুলি যখন পরিস্থিতি উপযুক্ত হবে, তখন তাদের ঘোষণা দেবে এবং নতুন ফিলিস্তিন রাষ্ট্রকে জাতিসংঘের পূর্ণ সদস্য হওয়ার সমর্থন করবে বলে জানিয়েছেন সানচেজ। স্প্যানিশ এই নেতা গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তার স্পষ্টভাষী মন্তব্যে বারবার ইসরায়েলকে তিরস্কার করেছেন।
এখনো পর্যন্ত জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে ১৩৯টি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।