Monday, January 13, 2025
Home আরববিশ্ব ফিলিস্তিনে শান্তিরক্ষী মোতায়েনের আহ্বান আরব লীগের

ফিলিস্তিনে শান্তিরক্ষী মোতায়েনের আহ্বান আরব লীগের

by Mr.Rocky
0 comment
ফিলিস্তিনে শান্তিরক্ষী মোতায়েনের আহ্বান আরব লীগের

গাজাসহ ফিলিস্তিনের দখলকৃত সব অঞ্চলে জাতিসংঘের শান্তিরক্ষী মোতায়েনের আহ্বান জানিয়েছে আরব দেশগুলোর জোট ‘আরব লীগ’। বাহরাইনের মানামাতে আরব লীগের সম্মেলনে যোগ দেন জোটের রাষ্ট্র প্রধানরা।

বাহরাইনের রাজা হামাদ বিন ঈসা আল-খলিফা মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে সম্মেলনের উদ্বোধন করেন। রাজা, সম্মেলনের আয়োজক হিসাবে, ফিলিস্তিন রাষ্ট্রের পূর্ণ স্বীকৃতি এবং জাতিসংঘে এর সদস্যপদ গ্রহণের জন্য বাহরাইনের সমর্থনের বিষয়টিও উল্লেখ করেন।  বাহরাইনের রাজা বলেন, “ফিলিস্তিনিরা যা মোকাবেলা করছে তার জন্য একটি ঐক্যবদ্ধ আন্তর্জাতিক পদক্ষেপ প্রয়োজন।”

বৈঠক শেষে সম্মেলন থেকে আজ বৃহস্পতিবার (১৬ মে) একটি বিবৃতি দেওয়া হয়। এতে বলা হয়, “যতদিন পর্যন্ত দ্বিরাষ্ট্র নীতি কার্যকর না হচ্ছে ততদিন ২২ দেশের এই জোট ‘মানামা ঘোষণা’ থেকে ফিলিস্তিনের দখলকৃত সব অঞ্চলে জাতিসংঘের আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের আহ্বান জানাচ্ছে।”

এছাড়া গাজায় “অবিলম্বে” যুদ্ধবিরতি এবং ফিলিস্তিনি ভূখণ্ডে জোরপূর্বক বাস্তুচ্যুতদের নির্যাতন বন্ধের আহ্বানও জানানো হয়।

উল্লেখ্য, গত সাত মাসের বেশি সময় ধরে ফিলিস্তিনে হামলা চালিয়ে এখন পর্যন্ত ৩৫ হাজার ২৭২ জনকে হত্যা করেছে দখলদার ইসরায়েল। নিহতদের অধিকাংশই নারী ও শিশু। 

Source: https://www.arabnews.com/node/2511321/

You may also like

Leave a Comment

হচ্ছেটা কী? একটি নিউজ ওয়েবসাইট এখানে আন্তর্জাতিক এবং দেশীয় সকল আপডেট নিউজগুলো নিয়মিত পাবলিশ করা হয় |

সর্বশেষ খবর

জনপ্রিয় খবর

হচ্ছেটাকী?
হচ্ছেটাকী?