Monday, December 23, 2024
Home ভারত ফসলের ন্যূনতম দামের দাবিতে আবারও দিল্লিতে কৃষকদের বিক্ষোভ

ফসলের ন্যূনতম দামের দাবিতে আবারও দিল্লিতে কৃষকদের বিক্ষোভ

by Md Nayem
0 comment
ফসলের ন্যূনতম দামের দাবিতে আবারও দিল্লিতে কৃষকদের বিক্ষোভ

ভারত ডেস্ক।।

ভারতে ফসলের ন্যূনতম মূল্য বিষয়ে আইন প্রণেয়নের দাবিতে আনন্দোলন করছেন হাজার হাজার কৃষক। এই দাবি নিয়ে গতকাল বৃহস্পতিবার  আবার বিভিন্ন অঞ্চলের কৃষকরা দিল্লিতে জড়ো হয়েছেন। এর আগে একই দাবি নিয়ে কয়েক সপ্তাহ আগে দিল্লি অবরোধ করেছিলেন কৃষকরা।

ইউনাইটেড ফার্মার্স ফ্রন্টের আয়োজনে রামলীলা ময়দানে কৃষকদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মাঠটি মূলত ধর্মীয় সমাবেশের জন্য ব্যবহার করা হয়ে থাকে। পাঁচ হাজার জনের বেশি মানুষ না আনার শর্তে এই সমাবেশের অনুমতি দিয়েছে পুলিশ।

পাশাপাশি কৃষি যন্ত্রপাতি বা গাড়ি ব্যবহার না করার শর্তেও কৃষকদের সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া, পুলিশের সঙ্গে সম্ভাব্য সংঘর্ষ এড়াতে কৃষকদেরকে তাদের লাঠি বা তলোয়ার বহনেও বাধা দেওয়া হয়েছে।  

এরইপ্রেক্ষিতে এবার আন্দোলনে যাওয়ার পথে ট্রাক্টর ব্যবহার পরিহার করেছেন বিক্ষোভকারী কৃষকরা। এসময় কৃষি কাজে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহের দাবিতে প্ল্যাকার্ড হাতে সমাবেশে যোগ দিয়েছেন তারা। ফসলের নির্ধারিত মূল্য অনুমোদনকে গুরুত্ব দেয়া নিয়ে তারা বলেন, ফসলের ন্যায্য মূল্য ছাড়া বাজারে বিপর্যয় সৃষ্টি হতে পারে। ফলে আবারও ভারতীয় কৃষকদের মাঝে আবারও আত্মহত্যার প্রবণতা বেড়ে যেতে পারে। 

এই সমাবেশ এমন সময় অনুষ্ঠিত হলো যখন ভারতের জাতীয় নির্বাচন হওয়ার আর মাত্র কয়েক মাস বাকি। আশা করা হচ্ছে, এপ্রিল-মে মাসে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনেও টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার চিন্তা-ভাবনা করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ক্ষমতাসীন দল।

এদিকে, ভারতের একটি প্রভাবশালী ভোটিং ব্লক কৃষক। দেশটির ১৪০ কোটি মানুষের মধ্যে ৬০ শতাংশই কৃষক। তাই তাদেরকে আপাতত মোদী সরোকার শান্ত রাখার চেষ্টা করছেন বলেই মনে হচ্ছে। 

আরও পড়ুন: মালদ্বীপ থেকে ভারতের সেনা প্রত্যাহার শুরু

You may also like

Leave a Comment

হচ্ছেটা কী? একটি নিউজ ওয়েবসাইট এখানে আন্তর্জাতিক এবং দেশীয় সকল আপডেট নিউজগুলো নিয়মিত পাবলিশ করা হয় |

সর্বশেষ খবর

জনপ্রিয় খবর

হচ্ছেটাকী?
হচ্ছেটাকী?