প্রতিবছরই কিছু নির্দিষ্ট হজ্ব যাত্রীদের হজ্ব পালনে সহায়তা প্রদান করে সৌদি সরকার। তারই ধারাবাহিকতায় এবছর মোট ২,৩২২জন হজ্বযাত্রীকে হজ্ব পালনে সহায়তা করবে দেশটি। এর মধ্যে এক হাজার ফিলিস্তিনি শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের জন্য হজ আয়োজনের নির্দেশ দিয়েছেন সৌদি বাদশাহ সালমান।
মুসলমানদের পবিত্র স্থান সৌদি আরবের পবিত্র দুই মসজিদের তত্ত্বাবধায়ক বাদশাহ সালমানের হজ্ব ও উমরাহ অতিথি কর্মসূচি সহায়তায় এই কার্যক্রম পরিচালনা করা হয়। দেশটির ইসলামী সম্পর্ক, দাওয়াহ এবং নির্দেশনা বিষয়ক মন্ত্রণালয় পুরো কার্যক্রমটি তত্ত্বাবধান করে থাকে। এই কর্মসূচি চালু হওয়ার পর থেকে গত ২৬ বছরে ৬০,০০০ এর বেশি হাজী এই সুবিধার আওতায় হজ্ব সম্পন্ন করেছেন।
সৌদির ইসলামী সম্পর্ক, দাওয়াহ এবং নির্দেশনা বিষয়ক মন্ত্রী আবদুললতিফ বিন আবদুলআজিজ আল-আলশেখ জানান, “বাদশাহের এই কর্মসূচি সৌদি নেতৃত্বের মুসলমানদের প্রতি নিরন্তর যত্নের প্রতিফলন এবং মুসলমানদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্বকে শক্তিশালী করার প্রচেষ্টার অংশ।” এরইর মধ্যে হাজীদের জন্য প্রস্তুতি এবং কৌশলগত পরিকল্পনা তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
হজ ও ওমরাহ পালনের জন্য বিশেষ আমন্ত্রণ পেয়ে বাদশাহ সালমান এবং সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট পরিবারের সদস্যরা।
Source: https://www.arabnews.com/node/2518626/saudi-arabia