Monday, December 23, 2024
Home আন্তর্জাতিক ফিলিস্তিনের প্রেসিডেন্টের সাথে ফোনালাপে সংস্কারের আহবান জানালেন ম্যাক্রন

ফিলিস্তিনের প্রেসিডেন্টের সাথে ফোনালাপে সংস্কারের আহবান জানালেন ম্যাক্রন

by Hocchetaki
0 comment

বুধবার ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে এক ফোনালাপে ‘প্রয়োজনীয় সংস্কার’ বাস্তবায়নের আহবান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন। এসময় ফ্রান্সের পক্ষ থেকে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ফোনালাপের বিষয়ে ম্যাক্রনের অফিস থেকে গণমাধ্যমকে জানানো হয়, ইউরোপীয় ও আরব সহযোগীদের সাথে একটি অভিন্ন শান্তি ধারণা গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ ফ্রান্স, যা ফিলিস্তিনি ও ইসরায়েলিদের জন্য নিরাপত্তা নিশ্চয়তা প্রদান করবে। পাশাপাশি, ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির সম্ভাবনাকে একটি কার্যকর প্রক্রিয়ার অংশ হিসেবে বিবেচনা করছে প্যারিস।

মঙ্গলবার ইউরোপের স্পেন, আয়ারল্যান্ড এবং নরওয়ে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়। তারপরেই ফ্রান্স থেকে একই ধরনের ইঙ্গিত আসে দুই দেশের রাষ্ট্রপ্রধানের ফোনালাপে। তবে ফ্রান্সের এই প্রতিশ্রুতি লোক দেখানো কিনা সেটি নিয়ে দ্বিধা রয়েছে বিশ্লেষকদের। 

এর আগে বুধবার ফরাসি পররাষ্ট্রমন্ত্রী স্টেফান সেজুর্ন বলেন, “আসন্ন ইউরোপীয় নির্বাচনের আগে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের সমাধান খোঁজা উচিত ইউরোপের দেশগুলোর।”

ফোনালাপে ম্যাক্রন আব্বাসকে ফিলিস্তিনি জনগণের সুবিধার্থে গাজা উপত্যকাসহ সমস্ত ফিলিস্তিনি অঞ্চলে দায়িত্ব পালন করতে সক্ষম হবে, ফিলিস্তিনের কর্তৃপক্ষে এমন সংস্কার আনতে আহবান জানান।

এদিকে এক অফিসিয়াল বিবৃতিতে আব্বাসের অফিস জানিয়েছে, “আলোচনায় ফিলিস্তিন সরকারের ‘সংস্কার’ প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন আব্বাস। এসময় তিনি যেসব ইউরোপীয় দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়নি তাদেরকে সেই পদক্ষেপ নেয়ার আহবান জানান।”Source: https://www.arabnews.com/node/2519691/middle-east

You may also like

Leave a Comment

হচ্ছেটা কী? একটি নিউজ ওয়েবসাইট এখানে আন্তর্জাতিক এবং দেশীয় সকল আপডেট নিউজগুলো নিয়মিত পাবলিশ করা হয় |

সর্বশেষ খবর

জনপ্রিয় খবর

হচ্ছেটাকী?
হচ্ছেটাকী?